For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০ শতাংশ কর্মচারীকে ছাঁটাইয়ের ঘোষণা করে ShareChat বলল, 'বেদনাদায়ক সিদ্ধান্ত'

২০ শতাংশ কর্মচারীকে ছাঁটাইয়ের ঘোষণা করে ShareChat বলল, 'বেদনাদায়ক সিদ্ধান্ত'

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই চলছে! কার্যত মুখ থুবড়ে পড়েছে কর্মসংস্থান। এই অবস্থায় ফের একবার কর্মী ছাঁটাই করতে চলেছে ShareChat। ভারতের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এটি। এবার সেই সংস্থাই কর্মী ছাঁটাই করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ২০ শতাংশ কর্মচারীকে ছাঁটাই করা হতে পারে বলে জানা যাচ্ছে। আর এজন্য বিশ্ব অর্থনীতিকেই দায়ী করেছে ShareChat। সংস্থার দাবি, এক ধাক্কায় খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। এই অবস্থায় তা সামলাতেই এই সিদ্ধান্ত সংস্থা নিতে বাধ্য হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিশ্বজুড়ে একটা গেলো গেলো রব উঠছে

বিশ্বজুড়ে একটা গেলো গেলো রব উঠছে

আর এই সিদ্ধান্ত ঘিরেই সংস্থা জুড়ে আশঙ্কার একটা কালো মেঘ তৈরি হয়েছে। ইতিমধ্যে ফেসবুক, অ্যামজন সহ একাধিক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। পরিস্থিতি সামলাতে কয়েশ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থাগুলি। এই অবস্থায় গোটা বিশ্বজুড়ে একটা গেলো গেলো রব উঠছে। আর এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল করতে চলেছে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি। শেয়ারচ্যাটের এই সিদ্ধান্তে কয়েশ কর্মীর চাকরি যেতে পারে।

২০ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত

২০ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত

বেঙ্গালুরু'র মহল্লা টেক প্রাইভেট লিমিটেডের অধিনস্ত এই শেয়ারচ্যাট। আর তা উল্লেখ করে সংস্থা বলছে এই সিদ্ধান্ত খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। শুধু শেয়ারচ্যাটই নয়, সংস্থার অধীনে থাকা mojo-তেও বড় প্রভাব পড়েছে। দেশের অন্যতম শর্ট ভিডিও ফরম্যাট! সেখানেও ২০ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত সংস্থা নিয়েছে বলে জানা যাচ্ছে। সংস্থা বলছে, গত ছয় মাস ধরে আয় বাড়ানোর জন্যে সংস্থা সবরকমের চেষ্টা করেছে। এমনকি কয়েক দফাতে খরচ কমানো হয়েছে বলে দাবি সংস্থার। কিন্তু এরপরেও পরিস্থিতি জটিল হয়ে দাঁড়াচ্ছে বলেই মত।

ডিসেম্বর মাসেই সংস্থা পাঁচ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলেছিল

ডিসেম্বর মাসেই সংস্থা পাঁচ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলেছিল

অন্যদিকে ShareChat জানাচ্ছে, ভবিষ্যৎে যাতে সংস্থাকে ফের যাতে ঘুরে দাঁড় করানো যায় সেই কারনেই এই সিদ্ধান্ত। সংস্থা বলছে, আগামী বছরটা আর্থিক ক্ষেত্রে খুব একটা ভালো কাটবে না। ইতিমধ্যে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এই অবস্থায় সতর্ক থাকার প্রয়োজন আছে বলেই মনে করছেন সংস্থার আধিকারিকরা। এমনকি সংস্থাও আগামী দুবছর লড়াই করতে নিজেকে তৈরি করছে বলে জানানো হয়েছে। তবে শেয়ারচ্যাটে কর্মী ছাঁটাই নতুন কিছু নয়, গত বছর ডিসেম্বর মাসেই সংস্থা পাঁচ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলেছিল। আর সেই আশঙ্কার মধ্যেই এবার সংস্থার কর্মীদের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে।

বাজার ছোট হচ্ছে!

বাজার ছোট হচ্ছে!

একাধিক আন্তজাতিক এবং দেশীয় সংস্থাই কর্মী ছাঁটাই শুরু করেছে। এমনকি ই-কর্মাস সাইটগুলিও কর্মী সংকোচনের পথে হাঁটছে। এই অবস্থায় ধীরে ধীরে ক্রমশ ছোট হচ্ছে বাজার। শুধু তাই নয়, আগামদিনের জন্যে বড়সড় চ্যালেঞ্জ সামনে আসছে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। এই অবস্থায় এখন থেকেই সরকারের পদক্ষেপের দাবিও উঠছে কিছু কিছু স্তরে।

English summary
Google backed company Share Chat announced to lay off 20 percent workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X