For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাকরির বিজ্ঞপ্তি গোয়া শিপইয়ার্ডে! বিভিন্ন পদে কয়েকশো নিয়োগ

গোয়া শিপইয়ার্ডে (goa shipyard) নিয়োগের (recruitment) বিজপ্তি প্রকাশিত হয়েছে। সুপারইনটেনডেন্ট থেকে প্লাম্বার বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্য স্বাভাবিকভাবেই বিভিন্ন যোগ্যতার লোক লাগবে। আবেদনের শেষ

  • |
Google Oneindia Bengali News

গোয়া শিপইয়ার্ডে (goa shipyard) নিয়োগের (recruitment) বিজপ্তি প্রকাশিত হয়েছে। সুপারইনটেনডেন্ট থেকে প্লাম্বার বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। বিভিন্ন পদের জন্য স্বাভাবিকভাবেই বিভিন্ন যোগ্যতার লোক লাগবে। আবেদনের শেষ তারিখ ২০২২-এর ২৮ এপ্রিল।

শূন্যপদ

শূন্যপদ

অ্যাসিস্ট্যান্ট সুপারইনটেনডেন্ট( হিন্দি ট্র্যান্সলেটর) ১, স্ট্রাকচারাল ফিটার ৩৪, ওয়েল্ডার ১২, থ্রিডি ওয়েল্ডার ১০, রেফ্রিডারেশন অ্যান্ড এসি মেকানিক ২, ইলেকট্রনিক মেকানিক ১৬, ইলেকট্রিকাল মেকানিক ১১, প্লাম্বার ২, মোবাইল ক্রেন অপারেটর ১, প্রিন্টার কাম রেকর্ড কিপার ১, কুক ৪, অফিস অ্যাসিস্ট্যান্ট ৭, অফিস অ্যাসিস্ট্যান্ট (ফিনান্স/ই্টারনাল অডিট) ৪, স্টোর অ্যাসিস্ট্যান্ট ১, ইয়ার্ড অ্যাসিস্ট্যান্ট ১০, জুনিয়র ইনস্ট্রাক্টর ২, মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান ১, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (স্টোর-মেকানিকাল) ৮, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (স্টোর ইলেকট্রিক্যাল) ৭, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল-মেকানিক্যাল) ১২, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল ইলেকট্রিক্যাল) ৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কমার্শিয়াল ইলেকট্রনিক্স) ১৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিস্ক) ৫, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (শিপবিল্ডিং) ২১, সিভিল অ্যাসিস্ট্যান্ট ২, ট্রেনি ওয়েল্ডার ১০, ট্রেনি জেনারেল ফিটার ৩, আনস্কিল্ড ২০।

বয়সসীমা

বয়সসীমা

২০২২-এর ২৮ ফেব্রুয়ারির নিরিখে বয়স হতে হবে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযারী বয়সে ছাড় পাবেন।

যোগ্যতা

যোগ্যতা

স্ট্র্যাকটারাল ফিটার, ফিটার, ফিটার জেনারেল, শিট মেটার ওয়ার্কার ট্রেডে আইটিআই এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এবং সঙ্গে দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ওয়েল্ডার, থ্রি জি ওয়েল্ডার, ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিকাল মেকানিক, প্লাম্বারের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাশ এবং সঙ্গে দুবছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আনস্কিল্ডের ক্ষেত্রে এসএসসি পাশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। আবেদনকারীতে আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি বিস্তারিত পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://goashipyard.in/

বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি-বজ্রঝড়ের পূর্বাভাস, একনজরে আবহাওয়া দফতরের সতর্কবার্তাবৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি-বজ্রঝড়ের পূর্বাভাস, একনজরে আবহাওয়া দফতরের সতর্কবার্তা

English summary
Goa Shipyard will recruit in various posts from Superintendent to plumber
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X