বেঙ্গালুরুতে ১৫০ জন আপ্রেন্টিস নেবে ডিআরডিও, বিজ্ঞপ্তি প্রকাশ
বেঙ্গলুরুতে ১৫০ জন অ্যাপ্রেন্টিসের শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করল ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। কবের মধ্যে কোথায়, আবেদন পত্র জমা দেওয়া যাবে, কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা আবশ্যক, তা এক নজরে দেখে নিন। এই চাকরির জন্য বয়সের চূড়ান্ত সীমা কত, তাও জেনে নিন।

১) পদ কত : ১৫০
২) পদের নাম : অ্যাপ্রেন্টিস
৩) স্থান : বেঙ্গালুরু (কর্নাটক)
৪) বেতন : প্রতিরক্ষা দফতরের নিয়ম মেনে
৫) অফিসিয়াল ওয়েবসাইট : www.drdo.gov.in (এখানেই অনলাইনে আবেদন করা যাবে)
৬) বয়স : ১৮ থেকে ৩৭ বছর বয়সী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
৭) শিক্ষাগত যোগ্যতা -
ক) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের জন্য শূন্যপদ ৮০। শিক্ষাগত যোগ্যতা বিই/বি.টেক।
খ) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য শূন্যপদ ৩০। শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা।
গ) টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের জন্য শূন্যপদ ৪০। শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ট্রেডে আইটিআই।
৮) অনলাইনে আবেদন শুরু : ২ জানুয়ারি ২০২১
৯) অনলাইনে আবেদন করার শেষ তারিখ : ৫ জানুয়ারি ২০২১
১০) অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ : ২৯ জানুয়ারি ২০২১