For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন দেড়লক্ষের বেশি

Job News: কেন্দ্রের যোগাযোগ মন্ত্রকে নিয়োগের বিজ্ঞপ্তি! মাসিক বেতন দেড়লক্ষের বেশি

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় সরকারের যোগাযোগমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সারা দেশে এসডিই অর্থাৎ সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

মোট শূন্যপদের সংখ্যা ২৭০। এই সংখ্যাটি সারা দেশের। এর মধ্যে কলকাতায় রয়েছে নটি পদ। নয়াদিল্লির জন্য রয়েছে ৫২ টি পদ।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

নিয়োগে বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান কিংবা বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিকাল, ইলেক্ট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি কিংবা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্ডিনিয়ারিং পাশ করে থাকতে হবে। ২০২৩-এর ২২ ফেব্রুয়ারি অনুযায়ী, যে কোনও আবেদনকারীর বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

 বেতন

বেতন

বেতন হবে সপ্তম পে কমিশনের লেভেল এইট অনুযায়ী ৪৭৬০০ টাকা থেকে ১৫১১০০ টাকা।

আবেদন প্রক্রিয়া ও প্রার্থী নির্বাচন

আবেদন প্রক্রিয়া ও প্রার্থী নির্বাচন

অনলাইনে আবেদন করতে হবে। তবে এর জন্য কোনও ফি জমা দিতে হবে না। আবেদনকারী ২২ ফেব্রুয়ারির আগে প্রয়োজনীয় নথি পাঠাতে পারেন ADG-1(A & HR), DGT HQ, Room No 212, 2nd floor, UIDAI building, Behind Kali Mandir, New Delhi -110001
লিখিত পরীক্ষার পরে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনকারীদের নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

https://dot.gov.in/sites/default/files/Vacancy%20circular%20to%20fill%20up%20vacant%20Sub%20Divisional%20Engineer-SDE%20posts%20of%20TES%20Group%20B%20DoT%20HQ%2C%20DGT%20HQ%20%26%20LSA-field%20units%2C%20NTIPRIT%2C%20TEC%2C%20NCCS%2C%20and%20USOF%2C%20on%20deputation%20basis.pdf?download=1

English summary
DoT has given recruitment notification for Sub Divisional Engineers on deputation basis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X