For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পূর্ব বর্ধমানে বিডিও অফিসের মাধ্যমে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন

পূর্ব বর্ধমানে বিডিও অফিসের মাধ্যমে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

পূর্ব বর্ধমানে বিডিও অফিসের মাধ্যমে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পূর্ব বর্ধমানে বিডিও অফিসের মাধ্যমে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, বিস্তারিত জেনে নিন

মোট শূন্যপদ : ১

কোন শূন্যপদ : ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

কোন দফতর : স্কুল শিক্ষা দফতরের অধীনে কর্মী নিয়োগ করা হবে।

চাকরির মেয়াদ : চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

কোথা থেকে আবেদন
১) রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে বিষয়ে গ্র্যাজুয়েশন।

২) কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেট।

৩) পূর্ব বর্ধমানের বাসিন্দাদের অতিরিক্ত প্রাধান্য দেওয়া হবে।

বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর

২) বয়সের নিম্নসীমা - ১৮ বছর

৩) এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের ছাড়।

৪) ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৩ বছরের ছাড়।

আবেদনের ফি : কোনও ফি দিতে হবে না।

বেতন : প্রতি মাসে ১১ হাজার টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা - ৫০ নম্বর

২) কম্পিউটার টেস্ট (৩৫ নম্বর)

৩) পার্সোনালিটি টেস্ট (১৫ নম্বর)

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ২৪/০৮/২০২১

২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০৮/০৯/২০২১

৩) পরীক্ষার দিন পরে জানানো হবে।

৪) পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট কার্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।

২) আবেদনের ঠিকানা - Block Development Officer, Purbostholi-I Developmet Block, Srirampur, Purba Bardhaman., Pin - 741316.

৩) সব তথ্য-প্রমাণ সহ আবেদনপত্র হয় রেজিস্ট্রি পোস্ট বা কুরিয়ার করতে হবে অথবা ড্রপ বক্সে ফেলতে হবে।

৪) https://cdn.s3waas.gov.in/s3cf67355a3333e6e143439161adc2d82e/uploads/2021/08/2021082483.pdf লিঙ্কে ক্লিক করে আরও বিস্তারিত জানা যাবে। এখান থেকে আবেদনপত্রও ডাউনলোড করা যাবে।

৫) অফিসিয়াল ওয়েবসাইট https://purbabardhaman.nic.in/

English summary
Data Entry Operator will be recruited in Purba Bardhaman mid day meal project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X