For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের জেরে ৩ রাজ্যে কংর্মসংস্থানের হাল শোচনীয়! সমীক্ষা কী বলছে

করোনা লকডাউনের জেরে ৩ রাজ্যে কংর্মসংস্থানের হাল শোচনীয়! সমীক্ষা কী বলছে

  • |
Google Oneindia Bengali News

দেশের ৩ টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে এই মুহূর্তে আর্থিক অবস্থা খুবই করুণ। অর্থনৈতিক কাজকর্ম শুরু করা যেমন কঠিন হচ্ছে, তেমনই গত আড়াই মাসের লকডাউন এই গোটা পরিস্থিতিতে মানুষকে বহুভাবে বেকারত্বের দিকে ঠেলে দিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক নয়া পরসংখ্যান কী বলছে।

 কোন কোন রাজ্য়ের হাল বেহাল!

কোন কোন রাজ্য়ের হাল বেহাল!

হিমাচল প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ও কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডিগড়ে এক নিমেছে গত আড়াই মাসে ২২ শতাংশ মানুষ কর্মহীন হয়েছেন। শুধু তাই নয়, ৩১ শতাংশ মানুষ সেখানে আংশিক বেকারত্বে ভুগছেন।

গবেষণা কী বলছে?

গবেষণা কী বলছে?

৫১০ রেসপন্স থেকে বেশ কিছু তথ্য নিয়ে এই সমীক্ষা ও গবেষণা করা হয়েছে। লকডাউন ১.০ এর হাত ধরে যে ফলাফল এসেছে তাতেই অবাক হওয়ার মতো তথ্য দিয়েছে গবেষণা। সেখানে বলা হয়েছে ৫৪ শতাংশ মানুষের কর্মসংস্থানকে আঘাত করেছে লকডাউন।

 এখন এই কর্মীরা কী করবেন?

এখন এই কর্মীরা কী করবেন?

গবেষণার ফল বলছে, এই কর্মীদের সামনে দুি রাস্তা খোলা রয়েছে, হয় নিজের কাজের ধরনের দিক পরিবর্তন করুন, নয়তো নিজের আয়ের কমতিকে মেনে নিয়ে জীবন চালিয়ে যেতে হবে।

 আরও এক সমীক্ষায় কী দেখা গিয়েছে?

আরও এক সমীক্ষায় কী দেখা গিয়েছে?

সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের ৮০ শতাংশ মানুষ করোনার জেরে লকডাউনে বেতনের কাটছাঁটের শিকার। এঁদের মধ্যে ৯০ শতাংশ মানুষ আগামীর কঠিন পরিস্থিতি নিয়ে নিজেকে তৈরি রাখছেন।

করোনায় কোন ব্লাড গ্রুপে ঝুঁকি বেশি জেনে নিন, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্যকরোনায় কোন ব্লাড গ্রুপে ঝুঁকি বেশি জেনে নিন, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

English summary
Corona lockdwon impact,in 4 states 22% workers lost jobs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X