জেলায় স্বাস্থ্য ক্ষেত্রে বেশ কয়েকটি পদে নিয়োগ, বেতন সর্বোচ্চ ২৫ হাজার টাকা
কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর ( coochbihar district health department) বেশ কয়েকটি পদে নিয়োগ করবে। যা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারা এর জন্য আবেদন করতে পারবেন।
চিনের চেষ্টা ব্যর্থ, নেপাল নিয়ে বড় 'কূটনৈতিক' জয় মোদী সরকারের! প্রধানমন্ত্রীকে বহিষ্কার করল দল

শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা ৯। পদের মধ্যে রয়েছে ল্যাব টেকনিশান, কাউন্সেলর, স্টাফ নার্স, টেকনিকাল সুপার ভাইসর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, ২০২১। http://coochbehar.nic.in/Htmfiles/Occasional/CMOH220121.pdf -তে গিয়ে পুরো বিজ্ঞপ্তিটি পাবেন আবেদনকারীরা। আবেদন করা যাবে অনলাইনে।

শিক্ষাগত যোগ্যতা
ল্যাব টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপার ভাইজর এবং কম্পোনেন্ট ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে ডিএমএলটি কোর্স, কিংবা বিএমএলটি কিংবা এমএলটি। কাউন্সেলরের ক্ষেত্রে সাইকোলজি, সোসিওলজি, সোশ্যাল ওয়ার্কার, অ্যানথ্রোপলজি কিংবা হিউম্যান ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা ও বেতন
পয়লা সেপ্টেম্বর ২০২০-র নিরিখে ল্যাব টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপার ভাইজর, কম্পোনেন্ট ল্যাব টেকনিশিয়ান, কাউন্সেলরের ক্ষেত্রে ৪০ বছর। আর স্টাফ নার্সের ক্ষেত্রে ৬৫ বছর। প্রথম চার পদের ক্ষেত্রে ২২ হাজার টাকা। আর স্টাফ নার্সের ক্ষেত্রে ২৫ হাজার টাকা।

পরীক্ষার ফি ও নিয়োগ পদ্ধতি
সাধারণের ক্ষেত্রে পরীক্ষার ফি ১০০ টাকা। তফশিলিদের ক্ষেত্রে ৫০ টাকা। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে তা দিতে হবে। লেখা পরীক্ষা, অ্যাকাডেমিক স্কোর, অভিজ্ঞতা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।