For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাজারের বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কোল ইন্ডিয়ার! ইঞ্জিনিয়ারদের জন্য সুবিধা

কোল ইন্ডিয়ায় (Coal india) হাজারের বেশি পদে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি। মাইনিং, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিস্টেম অ্যান্ড ইডিপি-তে ১০৫০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। আবেদনকারীঅবশ্যই

  • |
Google Oneindia Bengali News

কোল ইন্ডিয়ায় (Coal india) হাজারের বেশি পদে নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি। মাইনিং, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিস্টেম অ্যান্ড ইডিপি-তে ১০৫০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। আবেদনকারী অবশ্যই বৈধ গেট ২০২২ স্কোর থাকতে হবে। তার ভিত্তিতেই মেধাতালিকা তৈরি করা হবে।

শূন্যপদ কোথায় কত

শূন্যপদ কোথায় কত

  • মাইনিং-এ শূন্যপদ ৬৯৯ টি। এর মধ্যে ২৯৫ টি অসংরক্ষিত। ইডব্লুএস ৭০, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ৯৮ ও ৫৫, ওবিসি এনসিএল ১৮১।
  • সিভিল-এ ১৬০টি। এর মধ্যে ৭১ টি অসংরক্ষিত। ইডব্লুএস ১৬, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ২১ ও ১২, ওবিসি এনসিএল ৪০।
  • ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন-এ ১২৪ টি। ৫২ টি অসংরক্ষিত। ইডব্লুএস ১২, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ১৮ ও ৯, ওবিসি এনসিএল ৩৩।
  • সিস্টেম অ্যান্ড ইডিপি-তে ৬৭ টি। ২৬ টি অসংরক্ষিত। ইডব্লুএস ৭, তফশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে ১১ ও ৫, ওবিসি এনসিএল ১৮।
যোগ্যতা

যোগ্যতা

  • কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে বিই, বিটেক কিংবা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ।
  • সিস্টেম অ্যান্ড ইডিপির ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কিংবা আইটিতে বিই, বিটেত কিংবা বিএসসি (ইঞ্জিনিয়ারি) অথবা এমসিএ।
  • তফশিলি জাতি ও উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।
বয়সসীমা ও পারিশ্রমিক

বয়সসীমা ও পারিশ্রমিক

  • ২০২২-এর ৩১ মের নিরিখে বয়সসীমা ৩০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
  • ট্রেনিং-এর সময়ে প্রতি মাসে বেসিক পে ৫০ হাজার টাকা। ট্রেনি শেষে ই-থ্রি গ্রেডে বেতন ৬০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা।
পরীক্ষার ফি

পরীক্ষার ফি

  • সাধারণ পরীক্ষার্থীদের জন্য ১১৮০ টাকা। এর মধ্যে আবেদনের ফি ১০০০ টাকা সঙ্গে জিএসটি ১৮০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং
  • প্রাক্তন সেনাকর্মীদের কোনও ফি দিতে হবে না।
আবেদন অনলাইনে

আবেদন অনলাইনে

https://www.coalindia.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। তবে আবেদন করার আগে ছবি, স্বাক্ষর, নথি স্ক্যান করে রাখতে হবে।
অনলাইনে আবেদন করার সময় এগুলিকে নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। ২০২২-এর ২২ জুলাই রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

 জুনে উত্তরবঙ্গে ৪৯% বেশি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম ৪০%! পূর্বাভাস জানিয়ে ভিলেন খুঁজছে আবহাওয়া দফতর জুনে উত্তরবঙ্গে ৪৯% বেশি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম ৪০%! পূর্বাভাস জানিয়ে ভিলেন খুঁজছে আবহাওয়া দফতর

English summary
Coal India will recruit 1050 Management Trainee mining, civil, electronics and tele communication, system and EDP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X