প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুখবর শিক্ষক ও পুলিশকর্মীদের
প্রাথমিকে শিক্ষক (primary teacher) নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। দিন কয়েক আগে তিনি ১৬৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের কথা জানিয়েছিলেন। এবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি এবং ইন্টারভিউ-এর তারিখও জানালেন। পাশাপাশি মিউচুয়াল ট্রান্সফার নিয়ে শিক্ষক ও পুলিশকর্মীদের সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রাথমিকে নিয়োগের জন্য জারি হচ্ছে বিজ্ঞপ্তি
দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যে প্রায় ১৬৫০০ প্রাথমিক শিক্ষক পদ পূরণ করা হবে। এদিন মুখ্যমন্ত্রী নবান্নে জানান, বুধবার এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেবে প্রাইমারি এডুকেশন বোর্ড। তিনি আরও জানিয়েছেন, ইন্টারভিউ নেওয়া হবে ১০ থেকে ১৭ জানুয়ারি। যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তৃতীয় টেট পরীক্ষা ৩১ জানুয়ারি
এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তৃতীয় টেট পরীক্ষা নেওয়া হবে ৩১ জানুয়ারি। এই পরীক্ষায় বসার জন্য প্রায় আড়াইলক্ষ চাকুরিপ্রার্থী ইতিমধ্যেই আবেদন করেছেন।

পুলিশকর্মীদের জন্য সুখবর
এদিন মুখ্যমন্ত্রী পুলিশকর্মীদের জন্য সুখবর শুনিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন জেলায় ১৫ বছর কিংবা তার বেশি সময় ধরে কর্মরত পুলিশকর্মীরা বদলির জন্য আবেদন করেছেন। নিজের জেলায় ফিরে যেতে আবেদন করেছেন হোমগার্ড, কনস্টেবল, এসআই-এর মতো পুলিশকর্মীরা। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, পুলিশ কর্মীরা প্রায় ৫০ হাজার আবেদনপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে থেকে ৩৫ হাজার আবেদন মঞ্জুর করা হয়েছে। সেইসব পুলিশকর্মীদের নিজেদের পছন্দের জেলার বদলি করা হয়েছে। সরকার যতটা সম্ভব করেছে। ভবিষ্যতে বাকিদের বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিক্ষকদের জন্যও সুসংবাদ
শিক্ষকদের বদলি নিয়েও এদিন সুসংবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের দাবি দীর্ঘদিনের। সেদিকে নজর দিয়েই প্রাথমিক এবং সেকেন্ডারি লেভেলের শিভকদের বদলির ব্যাপারে ব্যবস্থা নিয়েছে সরকার। শিক্ষকরা আবেদন করেছেন, সরকারও চেষ্টা করেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, যেই শিক্ষক যেই জেলায় যেতে চান, সেই জেলায় কিংবা তাঁর বাড়ির কাছে সেই পদে ফাঁকা নেই। তাই যেখানে ফাঁকা পদ রয়েছে, সেখানেই শুধুমাত্র শিক্ষকদের বদলি করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকে ১০১৬৩ টি আবেদনপত্র জমা পড়েছিল। এর মধ্যে ৬৪৬৩ টির ক্ষেত্রে হোমে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে সেকেন্ডারিতে মিউচুয়াল ট্রাম্সফারের ক্ষেত্রে ৫৫০২ জন আবেদন করেছিলেন। এর মধ্যে থেকে ৩৮৫২ জন সুযোগ পেয়েছেন।

দলের শৃঙ্খলাভঙ্গ! সায়ন্তন বসুকে শোকজ করল বিজেপি, ৭ দিনের মধ্যে জবাব তলব