For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CISF-এ প্রায় ৮০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি! পুরুষ-মহিলা সবাই আবেদন করতে পারবেন

CISF-এ প্রায় ৮০০ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি! পুরুষ-মহিলা সবাই আবেদন করতে পারবেন

  • |
Google Oneindia Bengali News

সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি। কনস্টেবল এবং ট্রেডসমেন নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর রাত ১১ টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে ২১ নভেম্বর থেকে।

শূন্যপদ

শূন্যপদ

শূন্যপদের সংখ্যা সব মিলিয়ে ৭৮৭। কুক, কবলার, টেলর, সুইপার, পেন্টার-সহ বিভিন্ন পদে ৬৩৩ জন পুরুষপ্রার্থী নিয়োগ করা হবে। মহিলা প্রার্থী ৬৯ জন। এছাড়াও ৭৭ টি পদ রয়েছে প্রাক্তন সমরকর্মীদের জন্য। রয়েছে কিছু আগেকার শূন্যপদও।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া আইটিআই ট্রেনিং থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

বয়সসীমা

২০২২-এর ১ অগাস্টের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

বেতন

পে লেভেল থ্রি অর্থাৎ ২১৭০০-৬৯১০০ টাকা। যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের ন্যাশনাল পেনশন সিস্টেমের অধীনে কনট্রিবিউটরি পেনশন পাবেন।

আবেদনের পদ্ধতি

আবেদনের পদ্ধতি

আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। সাধারণ, ওবিসি, আর্থিকভাবে পিছিয়েপড়াজের জন্য ১০০ টাকা আবেদন ফি লাগবে। তবে মহিলা ও অন্য সংরক্ষিতপ্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি জমা দিতে হবে না। কোনও অ্যাডমিট কার্ড পাঠানো হবে না। তবে https://www.cisfrectt.in/-এ গিয়ে দেখে নিতে হবে।

 নিয়োগের পদ্ধতি

নিয়োগের পদ্ধতি

সিআইএসএফ-এর এই নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে। ফিজিক্যাল স্ট্র্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, নথি পরীক্ষা এহং ট্রেড টেস্টের পরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। আবেদনকারীকে আগে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
http://davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_2223b.pdf

NITI Aayog-এ চাকরি করতে চান? জানুন কেমন ভাবে এই সংস্থাতে নিয়োগ! যোগ্যতাই বা কি প্রয়োজন NITI Aayog-এ চাকরি করতে চান? জানুন কেমন ভাবে এই সংস্থাতে নিয়োগ! যোগ্যতাই বা কি প্রয়োজন

English summary
CISF will recruit about eight hundred as constable and tradesmen 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X