স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে হাজার হাজার চাকরি! আবেদন করতে হবে এই মাসেই
বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি (central govt) অফিসে গ্রুপ বি ও সি পদে প্রার্থী বাছাই করা হবে। সাড়ে ছয় হাজারের বেশি পদ (jobs) পূরণ করা হবে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশন-২০২০-এর মাধ্যমে। বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতাও রয়েছে। আবেদনকারীরা ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদনের জন্য সময় পাবেন।
২৪ ঘন্টায় কলকাতায় করোনায় সংক্রমণ নামল ২০০-র নিচে! খারাপ পরিস্থিতি নদিয়ার, বাকি জেলাগুলি একনজরে

মোট পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে
নিয়োগ প্রক্রিয়াকে মোট পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ -১-এ রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। গ্রুপ-২ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর অফ ইনকামট্যাক্স, এনস্পেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ, সাব ইন্সপেক্টর অফ সিবিআই ইত্যাদি। গ্রুপ-ত -এ রয়েছে অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউনন্ট্যান্ট, জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার। গ্রুপ-৪-এ রয়েছে অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট। গ্রুপ-৫-এ রয়েছে সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট।

শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট অ়ডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদের জন্য কোনও বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি। এর সঙ্গে চাটার্ড অ্যাকাউন্টন্ট্যান্ট অথবা কম্পানি সেক্রেটারিশিপ অথবা কমার্স, বিজনেস স্টাডিজ অথবা বিজনেস ইকনোমিক্সে মাস্টার ডিগ্রি।
জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার পরে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিস্ক কিংবা স্ট্যাটিস্টিকসে ব্যাচেলর ডিগ্রি। বাকি পদগুলির জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি। সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট পদের মতো বেশ কিছু পদের জন্য কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
শিক্ষাগত যএাগ্যতা ১ জানুয়ারি, ২০২১-এর মধ্যে পূর্ণ হতে হবে।

বয়সসীমা
গ্রুপ-১, ২, ৩-এর জন্য মোটামুটিভাবে ৩০ বছরের বেশি নয়। গ্রুপ ৪ ও ৫-এর জন্য ২৭ বছরের মধ্যে। তবে তফশিলি, ওবিসি এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। এর মধ্যে বেশ কিছু ক্ষেত্রে নির্দিষ্ট কিছু দৈহিক মাপজোকের কথাও বলা হয়েছে।

প্রার্থী বাছাই পদ্ধতি
টিয়ার ওয়ানের পরীক্ষা হবে ২০২১-এর ২৯ মে থেকে ৭ জুনের মধ্যে ব্যাচ ভাগ করে। এতে দুটি ভুলের জন্য একনম্বর করে কাটা হবে। টিয়ার টুতে ৪ টি পেপারের পরীক্ষা নেওয়া হবে। টিয়ার থ্রিতে ইংরেজি বা হিন্দিতে এসে, প্রেসি, লেটার লিখতে হবে। প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে।

আবেদনের ফি
আবেদনের ফি ১০০ টাকা। কার্ডের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে। এর পাশাপাশি এসবিআই-এর যে কোনও শাখায় নগদে ফি জমা দেওয়া যাবে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী, মহিলাদের এই পি লাগবে না।

আবেদনের পদ্ধতি
https://ssc.nic.in/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীর নিজের ইমেল আইডি এবং ফোননম্বর থাকতে হবে। আবেদন করার শেষ তারিখ ২০২১-এর ৩১ জানুয়ারি, বিকেল ৫ টা পর্যন্ত।