For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কর্পোরেশনে শত-শত নিয়োগ! বেতন সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা

রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কর্পোরেশনে শত-শত নিয়োগ! বেতন সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রায়ত্ত পাওয়ার গ্রিড কর্পোরেশনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৮০০ জনকে বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। মূলত ফিল্ড ইঞ্জিনিয়ার এবং ফিল্ড সুপার ভাইজার পদে এই নিয়োগ করা হবে।

পদের নাম ও শূন্যপদ

পদের নাম ও শূন্যপদ

  • ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-শূন্যপদ ৫০। এর মধ্যে ২২ টি অসংরক্ষিত। ওবিসি ১৩, এসসি ৭, এসটি ৩, আর্থিক ভাবে পিছিলে পড়া ৫, শারীরিক প্রতিবন্ধী ২, প্রাক্তন সমরকর্মী ৭।
  • ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন)-শূন্যপদ ১৫। এর মধ্যে ৭ টি অসংরক্ষিত। ওবিসি ৪, এসসি ২, এসটি ১, আর্থিক ভাবে পিছিলে পড়া ১, প্রাক্তন সমরকর্মী ২।
  • ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি)-শূন্যপদ ১৫। এর মধ্যে ৭ টি অসংরক্ষিত। ওবিসি ৪, এসসি ২, এসটি ১, আর্থিক ভাবে পিছিলে পড়া ১, শারীরিক প্রতিবন্ধী ১, প্রাক্তন সমরকর্মী ২।
  • ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-শূন্যপদ ৪৮০। এর মধ্যে ১৯৫ টি অসংরক্ষিত। ওবিসি ১২৯, এসসি ৭২, এসটি ৩৬, আর্থিক ভাবে পিছিলে পড়া ৪৮, শারীরিক প্রতিবন্ধী ১৯, প্রাক্তন সমরকর্মী ৬৯।
  • ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)-শূন্যপদ ২৪০। এর মধ্যে ৯৮ টি অসংরক্ষিত। ওবিসি ৬৪, এসসি ৩৬, এসটি ১৮, আর্থিক ভাবে পিছিলে পড় ২৪, শারীরিক প্রতিবন্ধী ৯, প্রাক্তন সমরকর্মী ২৫।

 শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

বিষয়গুলিতে বিই কিংবা বিটেক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও অন্তত এক বছরের ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে। তবে এব্যাপারে মূল বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://www.powergrid.in/sites/default/files/Advt.pdf

বয়সসীমা

বয়সসীমা

১১ ডিসেম্বর ২০২২ অনুযায়ী বয়স ২৯ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

বেতন

বেতন

প্রথম তিনটি পদের জন্য বেতন ৩০০০০-১,২০,০০০ টাকা (৩০ হাজার টাকা বেসিক পের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডিএ,এইচআরএ এবং পার্কস) ।
পরের দুটি পদের ক্ষেত্রে ২৩,০০০-১,০৫,০০০ টাকা ( ২৩ হাজার টাকা বেসিক পের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ডিএ, এইচআরএ এবং পার্কস)।

 আবেদন কীভাবে

আবেদন কীভাবে

আবেদন করতে হবে অনলাইনে। তবে ফিল্ড ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন করা হবে শর্টলিস্ট করাদের মধ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে যদি সিলেকশন টেস্ট নেওয়া হয়, তা করা হবে তালিকা ছোট করতে। সেই টেস্ট হবে ১ ঘন্টার। সেখানে ৫০ নম্বরের টেকনিক্যাল নলেজ টেস্ট এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে।
প্রথম তিনটি পদের ক্ষেত্রে আবেদনের জন্য দিতে হবে ৪০০ টাকা করে আর পরের দুটির জন্য ৩০০ টাকা করে।
http://www.powergrid.in-এ গিয়ে ক্যারিয়ার সেকশন, জব অপারচুনিটিস সিলেক্ট করে এগোতে হবে। আবেদন করা যাবে ২১ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেশ কিছু স্পেশালিস্ট অফিসার নিয়োগ! বেতন প্রায় ৭০ হাজার টাকারাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেশ কিছু স্পেশালিস্ট অফিসার নিয়োগ! বেতন প্রায় ৭০ হাজার টাকা

English summary
Central Govt undertaking Power grid Corporation will recruit 800 experienced personnel on contact basis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X