For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: বিএসএফ-এ শত-শত নিয়োগের বিজ্ঞপ্তি! বেতন প্রায় ৭০ হাজার টাকা

দেশের সীমান্ত রক্ষা করে সীমান্তরক্ষী বাহিনী। ইংরেজিতে বর্ডার সিকিউরিটি ফোর্স। সেই বিএসএফ-এ কনস্টেবল পদে কয়েকশো লোক নিয়োগ করা হবে। বিএসএফ-এর ওয়েবসাইটে গিয়ে অলনাইনে আবেদন করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

দেশের সীমান্ত রক্ষা করে সীমান্তরক্ষী বাহিনী। ইংরেজিতে বর্ডার সিকিউরিটি ফোর্স। সেই বিএসএফ-এ কনস্টেবল পদে কয়েকশো লোক নিয়োগ করা হবে। বিএসএফ-এর ওয়েবসাইটে গিয়ে অলনাইনে আবেদন করতে হবে।

 শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

বিএসএফ-এ শূন্যপদের সংখ্যা ১৪১০। এর মধ্যে পুরুষদের জন্য ১৩৪৩ এবং মহিলাদের জন্য ৬৭ টি পদ রয়েছে। কনস্টেবল পদে এই কর্মী নিয়োগ করা হবে। কনস্টেবলের পদ হলেও, যেসব বিভাগে এই নিয়োগ তার মধ্যে রয়েছে ড্রাফটসম্যান, পাম্প অপারেটর, ইলেকট্রিশিয়ান, ছুতোর, পেন্টার, প্লাম্বার, টিনস্মিথ এবং আপহলস্টার।

বয়সসীমা

বয়সসীমা

এই শূন্যপদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

 শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও যে পদের জন্য আবেদন করবেন, তার ওপরে আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সেই ট্রেডে দু-বছরের সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তবে যদি কারও কোর্সের সময়কাল একবছর হয়, তাহলে তাঁর একবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিএসএফ-এর ট্রেডসম্যান নিয়োগে বেশ কতগুলি ধাপ রয়েছে। তার মধ্যে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট. ফিডিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষা।

বেতন

বেতন

বেতনের শুরু ২১৪০০ টাকা থেকে। তবে তা সর্বোচ্চ ৬৯১০০ টাকা। তার সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত সুযোগ-সুবিধাও রয়েছে। প্রার্থীদের বিএসএফ-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীদের কাছে অনুরোধ করা হচ্চে, আবেদন করার আগে নিয়োগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে।

English summary
BSF will recruit 1410 constables through out India including draftsmen, electricians, plumbers and others.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X