For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসেছে বড় লগ্নি, বাড়ছে কর্মসংস্থান! করোনা মন্দা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে তথ্য-প্রযুক্তি ক্ষেত্র

এসেছে বড় লগ্নি, বাড়ছে কর্মসংস্থান! করোনা মন্দা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে তথ্য-প্রযুক্তি ক্ষেত্র

  • |
Google Oneindia Bengali News

করোনা মন্দা কাটিয়ে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছে দেশ। তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। আর এই রাস্তাই গোটা দেশকে নতুন করে দিশা দেখাচ্ছে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রগুলি। গত কয়েক সপ্তাহে তথ্য-প্রযুক্তি সেক্টরের সঙ্গে যুক্ত প্রায় প্রতিটা সংস্থারই শেয়ারদর অনেকটা বেড়েছে। এদিকে গত কয়েক মাস ধরেই ব্যাপক কর্মসংস্থান করে চলেছে উইপ্রো, ইনফোসিসের মতো প্রথমসারির তথ্য-প্রযুক্তি সংস্থাগুলি।

বাড়ছে কর্মসংস্থান

বাড়ছে কর্মসংস্থান

পরিসংখ্যান বলছে করোনার ফাঁস একটু আলগা হতেই নতুন উদ্যোমে কাজ শুরু করেছে একাধিক সংস্থা। এমনকী কর্মীদের বেতনও বেড়েছে ১২০ শতাংশ পর্যন্ত। যা সাড়া ফেলেছে অন্যান্য ক্ষেত্রে। এদিকে করোনা পরবর্তী সময়ে কাজের চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায় ২০২১-২২ অর্থবর্ষে বিপুল পরিমাণ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে কমবেশি প্রতিটা তথ্যপ্রযুক্তি সংস্থাই। তালিকায় সবার উপরে আছে উইপ্রো, ইনফোসিসের মতো সংস্থাগুলি।

দিশা দেখাচ্ছে প্রথমসারির ৪ সংস্থা

দিশা দেখাচ্ছে প্রথমসারির ৪ সংস্থা

সূত্রের খবর, দেশের প্রথম সারির চার তথ্যপ্রযুক্তি সংস্থা-টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস এবং উইপ্রো- সম্মিলিত ভাবে মোট ৯১ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এদিকে ওয়ার্ক ফ্রম হোম মোড ছেড়ে দ্রুত পুরোন পদ্ধতিতে অফিসে বসে কাজ শুরু করতে উদ্যোগী হয়েছে প্রতিটা সংস্থা। অনেক সংস্থাই ইতিমধ্যেই অল্প কর্মী নিয়ে কাজও শুরু করে ফেলেছে। কর্মীদের টিকাকরণও চলছে পুরোদমে। উইপ্রোতে ইতিমধ্যেই ৫৫ শতাংশ কর্মীর টিকাকরণ শেষ হয়েছে বলে জানা যাচ্ছে।

 আগামী কয়েক মাসেই নতুন ৪০ হাজার কর্মী নিয়োগ

আগামী কয়েক মাসেই নতুন ৪০ হাজার কর্মী নিয়োগ

এদিকে আগামী কয়েক মাসের মধ্যে টিসিএস-এর এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং গ্লোবাল এইচআর হেড মিলিন্দ লক্কড়ও নতুন কর্মী নিয়োগের বিষয়ে আশার কথা শুনিয়েছেন। শুধুমাত্র একক উদ্যোগেই টিসিএস আগামী অর্থবর্ষের শুরুতেই ৪০ হাজার নতুন কর্মী নিয়োগ করবে বলে জানা যাচ্ছে। একই সুর শোনা গিয়েছে আর এক বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা এইচসিএল টেকনোলজিসের চিফ এইচআর অফিসার আপ্পারাও ভিভি-র গলাতেও। এদিকে এই বছর এইচসিএল ইতিমধ্যেই গত বছরের থেকে ৩৩ শতাংশ বেশি কর্মী নিয়োগ করেছে বলে জানা যাচ্ছে।

বড় চুক্তি ইনফোসিসের

বড় চুক্তি ইনফোসিসের

পরিসংখ্যান বলছে চলতি অর্থবর্ষে এইচসিএলের নতুন কর্মীদের ৯০ শতাংশই ভারতীয়। ১০ শতাংশ নতুন বিদেশী কর্মী নিয়োগ করেছে এই প্রথমসারির তথ্য-প্রযুক্তি সংস্থা। এছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে ১,৫০০-২,০০০ অন সাইটে কর্মী নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে যাত্রা শুরুর বড় থেকে এখনও পর্যন্ত সব থেকে বড় চুক্তি সেড়ে ফেলেছে ইনফোসিস। জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা ডাইমলারের সঙ্গে আনুমানিক ৩২০ কোটি ডলারের চুক্তি করেছে এই ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাটি। আর সেই রাস্তাতে হেঁটেছে আরও কয়েক হাজার কর্মসংস্থানের পথও আরও সুগম হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Big investment has come, employment is increasing! IT sector is recovering from the recession
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X