For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজ পেয়েও খুশি নন বাংলার যুবারা, বলছে সমীক্ষা রিপোর্ট, পিছিয়ে যোগীর উত্তর প্রদেশও

কাজ পেয়েও খুশি নন বাংলার যুবারা, বলছে সমীক্ষা রিপোর্ট, পিছিয়ে যোগীর উত্তর প্রদেশও

Google Oneindia Bengali News

বাংলায় কাজ পেলেও সন্তুষ্ট নন যুবারা। অর্থাৎ তেমন বেতনেরা কাজ পাওয়া যায় না বাংলায়। সেকারণে যুবা কর্মীরা বাংলায় অসন্তুষ্ট। এমনই প্রকাশ্যে এসেছে সমীক্ষা রিপোর্টে। সেন্টার ফর স্টাডিইং ডেভলপিং সোসাইটিস লোকনীতি অ্যান্ড জার্মান থিঙ্ক ট্যাঙ্ক কোনরাড অ্যাডেনার স্টিফাং বিভিন্ন রাজ্যে উপর সমীক্ষা চালিয়ে এমনই তথ্য পেশ করেছে। তবে সেই তালিকার শীর্ষে রয়েছে পাঞ্জাব। এমনকী বিজেপি শাসিত উত্তর প্রদেশের যুবারাও বিপুল ভাবে নিজের কাজ নিয়ে অখুশি বলে দাবি করা হয়েছে সমীক্ষা রিপোর্টে।

শীর্ষে পাঞ্জাব

শীর্ষে পাঞ্জাব

কাজ নিয়ে অখুশি কর্মীদের তালিকার শীর্ষে রয়েছে পাঞ্জাব। প্যান ইন্ডিয়া সার্ভে রিপোর্ট তাতে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ৬২৭৭ জনের উপর সমীক্ষা চালানো হয়েছিল। করোনা পরিস্থিতিতেই ২০২১ সালের জুলাই মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত চলে সমীক্ষা। তাতেই প্রকাশ্যে এসেছে এই তথ্য। রিপোর্টে দাবি করা হয়েছে। পাঞ্জাবের যুবারা নিজেদের কাজ নিয়ে ভীষণ ভাবে অখুশি। এই রাজ্যে ভাল বেতনের কাজ একেবারেই নেই বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত সামনেই পাঞ্জাবের বিধানসভা ভোট। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দল কর্মসংস্থান, শিল্প সহ একাধিক ভোট প্রতিশ্রতি নিয়ে হাজির হতে শুরু করে দিয়েছে।

বেতন অত্যন্ত কম

বেতন অত্যন্ত কম

সমীক্ষকরা জানিয়েছেন পাঞ্জাব রাজ্য সরকারি কাজে বেতন খুবই কম। কাজে সরকারি কাজ পেলেও যুবারা খুশি হতে পারছেন না। বেসরকারি ক্ষেত্রেও কাজের সুযোগ তেমন েনই পাঞ্জাবে। কারণ শিল্প নয় পাঞ্জাব মূলক কৃষি প্রধান রাজ্য। এই রাজ্যে কর্মসংস্থানের জন্য তেমন বেসরকারি সংস্থা পাওয়া কঠিন যেখানে মোটা টাকা বেতন পাওয়া যাবে। সেকারণেই অধিকাংশ পাঞ্জাবী যুবক হয় ভিন রাজ্য চলে যান নাহলে বিদেশে পাড়ি দেন। যারা থাকেন তাঁরা কম বেতনের চাকরিতেই যোগ দেন। বেসরকারি সংস্থা পাঞ্জাবে কম আসার নেপথ্যে রয়েছে সরকারের সদিচ্ছা। যেখানে বাইরের কোম্পানিগুিলকে নিয়ে আসার জন্য কর ছাড়ের বন্দোবস্ত করে অন্যান্য রাজ্যগুলি। সেতুলনায় পাঞ্জাব সরকার বেসরকারি সংস্থাগুলিকে নিজের রাজ্য নিয়ে আসার ক্ষেত্রে কোনও রকম উদ্যোগ নেয়নি বলে দাবি করা হয়েছে।

পিছিয়ে বাংলা

পিছিয়ে বাংলা

পাঞ্জাব শীর্ষে থাকলেও তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের মত রাজ্যও। যেখানে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় কর্মসংস্থান নিয়ে অসন্তোষ প্রকাশের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গেও নাকি যুবারা নিজেদের কাজ নিয়ে এবং বেতন নিয়ে সন্তুষ্ট নন। সেখানকার ৬১ শতাংশ দাবি করেছে ভাল কাজের সুযোগ নেই বাংলায়। যদিও পশ্চিমবঙ্গে আইটি হাব রয়েছে। একই পরিস্থিতি ছত্তিশড়েও। সেখানেও কাজের সুযোগ নেই বলে দাবি করেছেন যুবারা। রাজ্যের ৫৪ শতাংশ যুবা দাবি করেছেন সেখানে কাজের সুযোগ নেই।

কাজ নেই উত্তর প্রদেশেও

কাজ নেই উত্তর প্রদেশেও

ভোট মুখী উত্তর প্রদেশ নিয়েও ভার রিপোর্ট প্রকাশ করা হয়নি সমীক্ষায়। তাতে বলা হয়েছে উত্তর প্রদেশেও যুবারা ভাল বেতনের কাজ পাননা। সেখানেও বেসরকারি সংস্থায় কাজের সুযোগ কম রয়েছে। সামনেই উত্তর প্রদেশের বিধানসভা ভোট। একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তাঁরা। কর্মসংস্থানের সুযোগের তালিকার শীর্ষে রয়েছে কর্নাটকে। কর্নাটকে কর্মসংস্থানের কাজের সুযোগ করা হয়েছে। সেখানকার মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

English summary
Bengals youth are not satisfird with their work says Survey report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X