For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Job News: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে নিয়োগের বিজ্ঞপ্তি! স্নাতক হলেই করা যাবে আবেদন

Job News: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে নিয়োগের বিজ্ঞপ্তি! স্নাতক হলেই করা যাবে আবেদন

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৪ টি রাজ্য থেকে এই নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে বাংলাও। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ২৩ ডিসেম্বর।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১-র অধীনে ৩১৪ জনকে নিয়োগ করবে। অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগের পরে ট্রেনিং দেওয়া হবে। ১৪ টি রাজ্যের মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে ১০ জন, চণ্ডীগড় ও ছত্তিশগড় থেকে ২ জন করে, দিল্লি থেকে ১০ জন। গোয়া, গুজরাট ও কর্নাটক থেকে যথাক্রমে ৪,৬,৮জনকে নিয়োগ করা হবে। মধ্যপ্রদেশ থেকে এই তালিকায় রয়েছেন ২২ জন। সব থেকে বেশি ২০৭ জনকে সুযোগ দেওয়া হবে যে রাজ্যে এই ব্যাঙ্কের সদর দফতর রয়েছে সেই মহারাষ্ট্র থেকে ২০৭ জন। পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে যথাক্রমে ৫,৩,১০,২০ ও ৫ জনকে।

যোগ্যতা

যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। আবেদনকারীকে স্থানীয় ভাষায় লেখা-বলা এবং বোঝার ক্ষেত্রে দক্ষ হতে হবে। যে রাজ্যের ভাষায় আবেদনকারী দক্ষ, সেই রাজ্যের দশম কিংবা দ্বাদশ শ্রেণির পাশের মার্কশিটের কপি দিতে হবে।

বয়সসীমা

বয়সসীমা

আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী এব্যাপারে ছাড় পাবেন।

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়

স্টাইপেন্ড ও ট্রেনিংয়ের সময়

ট্রেনিংয়ের সময়সীমা একবছরের। সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সময় দিতে হবে। একবছর সময়ে প্রতিমাসে ৯ হাজার টাকা করে স্টাইপেন্ড দেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে এর বাইরে আর কোনও ভাতা দেওয়া হবে না। এছাড়াও অন্য নানা শর্ত রয়েছে।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় অসংরক্ষিত, ওবিসি আবেদনকারীদের ১৫০ টাকা ফি দিতে হবে। অন্য দিকে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। মেধা ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আবেদন করার আগে আবেদনকারীকে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/931438f8-a937-4d87-8262-701c6714cbc0.pdf
যেসব আবেদনকারী এখান থেকেই আবেদন করতে চান তাঁরা এই লিঙ্কে ক্লিক করতে পারেন https://ibpsonline.ibps.in/bomasep22/

English summary
Bank of Maharashtra will recruit 314 under apprentices Act 1961 for project 2022-23
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X