For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনেও ঘুরে দাঁড়িয়েছে ভারতের চাকরির বাজার! আশার আলো পরিসংখ্যান ঘিরে

লকডাউনেও ঘুরে দাঁড়িয়েছে ভারতের চাকরির বাজার! আশার আলো পরিসংখ্যান ঘিরে

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের জেরে মধ্যবিত্ত অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। এমন পরিসংখ্যান আগেই প্রকাশ্যে এসেছে ভারতে। এদিকে, দেখা যাচ্ছে,দুনের আনলক পর্বের সময় থেকে ভারতে করোনার জেরে যে লকডাউন ছিল, তা তুলে ধাপে ধাপে কিছুটা উঠতেই চাকরির বাজারে স্বস্তি এসেছে।

বেড়েছে নিয়োগের সংখ্যা

বেড়েছে নিয়োগের সংখ্যা

জুন মাসে সামগ্রিক নিয়োগ চাকরির বাজারে বেড়েছে ৩৩ শতাংশ। এমনই দাবি বিভিন্ন পরিসংখ্যানের। এই পরিসংখ্যান 'নউকরি জব স্পিক' রিপোর্টের। ফলে বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে ভারতের চাকরির বাজারে।

 কোন সেক্টরে উন্নতি সবচেয়ে বেশি?

কোন সেক্টরে উন্নতি সবচেয়ে বেশি?

করোনার মহামারীর জেরে স্বাস্থ্যের সঙ্গে সংযুক্ত সেক্টরে সবচেয়ে বেশি উন্নতি দেখা যাচ্ছে। দেখা গিয়েছেস ফার্মা সেক্টরের চাকরিতে বেশ উন্নতি হয়েছে। মে মাসের থেকে জুন মাসে চাকরির ক্ষেত্রে ২৭ শতাংশ উন্নতি পরিলক্ষিত হয়েছে।

 কলকাতা ঘিরে সুখবর

কলকাতা ঘিরে সুখবর

পরিসংখ্যান বলছে, কলকাতাতেও দেখা গিয়েছে ফার্মা সেক্টরের চাকরির ক্ষেত্রে উন্নতি। হায়দরাবাদ ও কলকাতা ফার্মা সেক্টরের হাব। সেক্ষেত্রে হায়দরাবাদ ও কলকাতায় এই সেক্টরের পতন কম দেখা গিয়েছে মহামারী সত্ত্বেও।

 আইটির পরিস্থিতি কেমন?

আইটির পরিস্থিতি কেমন?

রিপোর্ট বলছে, ভারতের আইটি সেক্টরেও যেরকম ক্ষতি আশা করা হয়েছিল , তা হয়নি। আইটিতে নিয়োগের পরিমাণ ভারতে অন্যান্য সেক্টরের তুলনায় সবচেয়ে বেশি। এমনকি লকডাউনের সময়ও সেই নিয়োগ অব্যাহত থেকেছে। আইটি ক্ষেত্রে নিয়োগে দিল্লি -এনসিআরের পরিস্থিতি দেশে সবচেয়ে স্বস্তিজনক বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।

 বেঙ্গালুরু-পুনে কোন পরিস্থিতিতে

বেঙ্গালুরু-পুনে কোন পরিস্থিতিতে

বেঙ্গালরু ও পুনের মতো শহরে সবচেয়ে বেশি ভালো পরিস্থিতি বিপিওগুলির। এমনকি 'নউকরি ডট কম' এর রিপোর্ট বলছে বিপিও ও আইটিএস এই মন্দার বাজারেও সবচেয়ে ভাল অবস্থায় রয়েছে। এই সেক্টর জুন থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

ভারতের সঙ্গে পেরে না উঠে এবার তাইওয়ানে হামলার প্রস্তুতি বেজিংয়ের! দক্ষিণ চিন সাগরে চরম উত্তেজনাভারতের সঙ্গে পেরে না উঠে এবার তাইওয়ানে হামলার প্রস্তুতি বেজিংয়ের! দক্ষিণ চিন সাগরে চরম উত্তেজনা

English summary
Amid Coronavirus Lockdown Jobs are again back to path, hiring started
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X