For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০০০ কর্মীকে ছাঁটাই করলেও চাকরি খুঁজতে সবরকম সাহায্য করবে Amazon! কেন জানেন?

প্রয়োজনের থেকে বেশি লোক নেওয়া হয়ে গিয়েছে। তাই এবার ছাঁটাই! এমনটাই জানিয়েছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজন। ১০০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সেই প্রক্রিয়াই শুরু হচ্ছে এবার। সংস্থার দাবি, কোনও ক

  • |
Google Oneindia Bengali News

প্রয়োজনের থেকে বেশি লোক নেওয়া হয়ে গিয়েছে। তাই এবার ছাঁটাই! এমনটাই জানিয়েছে জনপ্রিয় ই-কমার্স সংস্থা আমাজন। ১০০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সেই প্রক্রিয়াই শুরু হচ্ছে এবার। সংস্থার দাবি, কোনও কর্মীকে তঁর কাজের গাফিলতির জন্য করা ছাঁটাই করা হচ্ছে না। ছাঁটাই করা হচ্ছে সংস্থার ব্যবসার খাতিরে। সংস্থা যাতে দীর্ঘজীবী হয়, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাকরি খুঁজতে সবরকম সাহায্য করবে Amazon!

আমাজন জানিয়েছে, ছাঁটাই করার প্রক্রিয়া হবে স্বচ্ছ ও সুষ্ঠ। যাঁদের কাজ চলে যাবে, তাঁদের পাঁচ মাসের বেতন দেওয়া হবে। শুধু তাই নয়, ওই কর্মীদের পরবর্তী কাজ খুঁজতেও সাহায্য করবে আমাজন। কীভাবে চাকরি খুঁজবেন, কীভাবে রিজিউম বানাবেন, কীভাবে ইন্টারভিউ দেবেন, এ সব শেখানো হবে।

সংস্থার তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ভবিষ্যতের কথা ভেবেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সে কারণেই খুব কম সংখ্যক ভারতীয় কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। তাঁদের যথাযথ সম্মান দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থা।

উল্লেখ্য, ভারতে ইতিমধ্যে বহরে অনেকটাই বেড়েছে আমাজন। তৈরি হয়েছে ডেলিভারি স্টেশন সহ অনেক কিছুই। সদ্য সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৫ বছরে ১০০ কোটি ডলার খরচ করা হবে ভারতে। তবে ই-কমার্সের দুনিয়ায় প্রতিযোগিতা যে কতটা বাড়ছে, তারই প্রমাণ এই আমাজনের ছাঁটাই। বহু সংস্থার ভারতের বাজারে বিপুল বিনিয়োগ করছে।

অনেকেই মনে করছেন আমাজনের এই সিদ্ধান্ত সঠিক। এর ফলে সংস্থা ভারতের বাজারে দীর্ঘস্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। বাড়বে লাভ, ব্যবসাও বাড়বে হু হু করে। তবে ভারতে যে পরিমাণ কর্মী এই সংস্থায় কাজ করেন, সেই তুলনায় ১০০০ সংখ্যাটা খুব বেশি নয়। আর আমাজন যে ভাবে কর্মীদের কাজ খুঁজতে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছে, সেই সিদ্ধান্তও খুব ভাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছাঁটাই করা হলেও কর্মীদের মর্যাদা ক্ষুণ্ণ হতে দিতে চায় না সংস্থা।

English summary
Amazon to layoff 1000 workers from India, will help them getting job
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X