অনলাইন অর্ডারে চাহিদা বাড়ছে! আরও ১ লক্ষ লোক নিয়োগের সিদ্ধান্ত অ্যামাজনের
অনলাইন অর্ডার বাড়ানোর কাজে গতি আনতে আরও একলক্ষ লোককে নিয়োগ করবে অ্যামাজন। কোম্পানির তরফে জানানো হয়েছে, নতুন যে লোক নেওয়া হবে, তাঁদেরকে প্যাকিং, শিপ কিংবা অর্ডার বাছাই করতে ব্যবহার করা হবে। আংশিক কিংবা পুরো সময়ের ভিত্তিতে তাঁরা কাজ করবেন।

ব্যবসা বাড়ছে অ্যামাজনের
ব্যবসা বাড়ছে অ্যামাজনের। এপ্রিল থেকে জুনের মধ্যে রেকর্ড লাভ করে অর্থ উপার্জন করেছে। করোনা মহামারী পরিস্থিতিতে বহু মানুষ মুদিখানা দ্রব্যের জন্য অ্যামাজনের ওপরেই নির্ভর করেছে।

এবছরের শুরুতেই ১,৭৫, ০০০ লোক নিয়োগ
এবছরের শুরুতেই অ্যামাজন ১ লক্ষ ৭৫ হাজার লোক নিয়োগ করেছে। গত সপ্তাহে তারা বলেছে, ৩৩ হাজার কর্পোরেট এবং টেকনিক্যালের প্রয়োজনীয়তা রয়েছে।

১০০ টি নতুন অয়্যারহাউজের জন্য লোক চাই
আমাজন জানিয়েছে তাদের ১০০ টি নতুন অয়্যারহাউজের জন্য লোক চাই। এইসব অয়্যারহাউজগুলিকে প্যাকেজ শর্টিং এবং অন্য কাজের জন্য ব্যবহার করা হবে।

ছুটির দিনের জন্য বাড়তি লোক নিতে পারে অ্যামাজন
ছুটির দিনের জন্য তাদের বাড়তি লোক লাগবে কিনা তা পর্যালোচনা করে দেখবে অ্যামাজন। এব্যাপারে তারা এখনও কিছু ঘোষণা করেনি। গত বছর তারা ছুটির দিনের জন্য ২ লক্ষ লোক নিয়োগ করেছিল।

বিকাশ দুবে হয়ে যাবেন অনুব্রত, স্বপন দেবনাথরা! দলের কর্মী হত্যার প্রতিবাদ সভায় হুঁশিয়ারি রাজুর