For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির বিভিন্ন সরকারি দফতরে সহস্রাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

দিল্লির বিভিন্ন সরকারি দফতরে সহস্রাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে রাজধানী দিল্লির বিভিন্ন সরকারি দফতরে সহস্রাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন পদে কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা কীভাবে আবেদন করতে পারবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

দিল্লির বিভিন্ন সরকারি দফতরে সহস্রাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৭২৩৬

কোন কোন বিভাগে শূন্যপদ
১) দিল্লি সাবর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

২) ডিরেক্টর অফ এডুকেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন এফ দিল্লি, মহিলা ও শিশু উন্নয়ন দফতর, দিল্লি আরবান শেল্টার ইম্প্রুভমেন্ট বোর্ড, নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল।

কোন কোন শূন্যপদ
১) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক হিন্দি (মহিলা) : ৫৫১

২) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক হিন্দি (পুরুষ) : ৫৫৬

৩) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক ন্যাচরাল সায়েন্স (পুরুষ) : ১০৪০

৪) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক ন্যাচরাল সায়েন্স (মহিলা) : ৮২৪

৫) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক অঙ্ক (মহিলা) : ১১৬৭

৬) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক অঙ্ক (পুরুষ) : ৯৮৮

৭) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক সোশ্যাল সায়েন্স (পুরুষ) : ৪৬৯

৮) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক সোশ্যাল সায়েন্স (মহিলা) : ৬৬২

৯) ট্রেইন্ড গ্র্যাজুয়েট শিক্ষক বাংলা (পুরুষ) : ১

১০) অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি) : ৪৩৪

১১) অ্যাসিস্ট্যান্ট টিচার (নার্সারি) : ৭৪

১২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (এলডিসি) : ২৭৮

১৩) কাউন্সেলর : ৫০

১৪) হেড ক্লার্ক : ১২

১৫) অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাইমারি) : ১২০

১৬) পাটওয়ারি : ১০

আবেদনের ফি
১) জেনারেল : ১০০ টাকা

২) সংরক্ষিত, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

বেতন : প্রতি মাসে ৯৩০০ থেকে ৩৪৮০০ টাকা

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করা যাবে।

২) https://dsssbonline.nic.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

৩) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবইল নম্বর থাকতে হবে।

৪) ২৫ মে থেকে ২৪ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

৫) https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/Advertisement%20No.%2002-2021_compressed.pdf লিঙ্কে ক্লিক করে বিজ্ঞপ্তি পড়তে হবে।

English summary
7236 teachers, clerks will be recruited in various government department of Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X