For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়গ্রামের জেলা আদালতে বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন

ঝাড়গ্রামের জেলা আদালতে বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কবের মধ্যে আবেদন জমা দেবেন

  • |
Google Oneindia Bengali News

ঝাড়গ্রামের জেলা আদালতে বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলা হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। চাকরির পরীক্ষা কবে দিতে হবে, তাও জেনে নেওয়া যাক।

ঝাড়গ্রামের জেলা আদালতে বিবিধ শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন

বিজ্ঞপ্তি নম্বর : 01, September 23rd, 2021

মোট শূন্যপদ : ৫৫

কোন কোন শূন্যপদ

১) ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer - Group B) - ১

২) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk - Group C) - ২২

৩) প্রসেস সার্ভার (Process Server - Group C) - ১

৪) পিওন/নাইট গার্ড (Peon/Night Guard - Group D) - ২৮

৫) সুইপার (Sweeper - Group D) - ৩

কোথা থেকে আবেদন

১) রাজ্যের যে কোনও জেলা থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

১) ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer - Group B) - দশম শ্রেণি পাস হতে হবে। শর্ট হ্যান্ডর গতি প্রতি মিনিটে ৮০ শব্দ। প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করার ক্ষমতা।

২) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk - Group C) - দশম শ্রেণি পাস হতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

৩) প্রসেস সার্ভার (Process Server - Group C) - অষ্টম শ্রেণি পাস হতে হবে।

৪) পিওন/নাইট গার্ড (Peon/Night Guard - Group D) - অষ্টম শ্রেণি পাস হতে হবে।

৫) সুইপার (Sweeper - Group D) - আবেদনকারীকে বাংলা/হিন্দি/ইংরাজি পড়তে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা

১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর

২) ওবিসি প্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড়।

৩) এসসি/এসটি প্রার্থীদের জন্য বয়সে ৫ বছরের ছাড়।

বেতন

১) ইংলিশ স্টেনোগ্রাফার (English Stenographer - Group B) - ৩২,১০০ টাকা থেকে ৩৮,৪০০ টাকা।

২) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk - Group C) - ২২,৭০০ টাকা থেকে ৩৬,৪০০ টাকা।

৩) প্রসেস সার্ভার (Process Server - Group C) - ২১,০০০ টাকা থেকে ৩৩,৭০০ টাকা।

৪) পিওন/নাইট গার্ড (Peon/Night Guard - Group D) - ১৭,০০০ টাকা থেকে ২৫,৬০০ টাকা।

৫) সুইপার (Sweeper - Group D) - ১৭,০০০ টাকা থেকে ২৫,৬০০ টাকা।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

১) লিখিত পরীক্ষা

২) কম্পিউটার টেস্ট

৩) পার্সোনালিটি টেস্ট

গুরুত্বপূর্ণ দিন : পরে ঘোষণা করা হবে।

আবেদনের পদ্ধতি

১) অফলাইন ও অনলাইনে আবেদন করা যাবে।

২) আরও বিস্তারিত জানতে https://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/4997 লিঙ্কে ক্লিক করুন।

English summary
55 vacant post will be filled up in Jhargram's District Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X