For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ৫১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ৫১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ৫১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, বয়স ও শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত সীমা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কীভাবে আবেদন করা যাবে, তাও জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ৫১ জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি

শূন্যপদ
১) ভ্যাকান্সি নম্বর ২১০১০১০২১০৯, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ডার্মেটোলজি, ভেনেরোলজি, লেপ্রোসি), পদ ৬ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ২)।

২) ভ্যাকান্সি নম্বর ২১০১০১০৩১০৯, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (মেডিক্যাল, গ্যাসট্রোএন্টেরোলজি), পদ ৭ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)।

৩) ভ্যাকান্সি নম্বর ২১০১০১০৪১০৯, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (অফথ্যালমোলজি), পদ ১৩ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩, ইউব্লুএস ১)।

৪) ভ্যাকান্সি নম্বর ২১০১০১০৫১০৯, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (অবস্টেট্রিক্স অ্যান্ড গায়নোকোলজিস্ট), পদ ১৯ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৪, ইউব্লুএস ১)।

৫) ভ্যাকান্সি নম্বর ২১০১০১০৮১০৯, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি), পদ ৬ (অসংরক্ষিত ২, ওবিসি ৪)।

শিক্ষাগত যোগ্যতা : সব পদের জন্য স্বীকৃত এমবিবিএস ডিগ্রি সহ তিন বছরের অভিজ্ঞতা।

বয়সের উধ্বসীমা : সব পদের জন্য বয়সের চূড়ান্ত সীমা ৪০ করা হয়েছে। ২৮.০১.২০২১ পর্যন্ত বয়স কষে দেখা হবে।

আবেদনের ফি : ২৫ টাকা হলেও তপশিলি জাতি/উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদন করবেন কীভাবে : http://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ২৮ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীরা।

English summary
51 Assistant Professor needed in Central health and family welfare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X