For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের বিভিন্ন স্কুলে সহস্রাধিক অশিক্ষক কর্মী নিয়োগ শীঘ্র, বিস্তারিত জেনে নিন

রাজ্যের বিভিন্ন স্কুলে সহস্রাধিক অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে শীঘ্র সহস্রাধিক অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

রাজ্যের বিভিন্ন স্কুলে সহস্রাধিক অশিক্ষক কর্মী নিয়োগ শীঘ্র, বিস্তারিত জেনে নিন

কোন শূন্যপদ : গ্রুপ সি (ক্লার্ক)

মোট শূন্যপদ : ৪ হাজারেও বেশি

শিক্ষাগত যোগ্যতা

১) ভারতীয় নাগরিক হতে হবে।

২) মাধ্যমিক না সমতুল পরীক্ষায় পাস হতে হবে।

বয়সসীমা

১) সর্বনিম্ন বয়স - ১৮ বছর

২) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর

৩) ওবিসি-র জন্য ৩ বছর, এসসি/এসটিদের জন্য পাঁচ বছর ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়সে ৮ বছরের ছাড়।

আবেদনের ফি

১) জেনারেল - ১৪০ টাকা

২) এসসি/এসটি - ৭০ টাকা

৩) ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/অফলাইনে ফি জমা দেওয়া যাবে।

বেতন : প্রতি মাসে ২৬,৬০৫ টাকা (গ্রস বা সর্বমোট)।

প্রার্থী নিয়োগ পদ্ধতি

১) লিখিত পরীক্ষা (৬০ নম্বর)

২) কম্পিউটার টেস্ট (২৫ নম্বর)

৩) অ্যাকাডেমিক স্কোর (১০)

৪) ইন্টারভিউ (৫)

গুরুত্বপুর্ণ দিন

১) আবেদন জমা দেওয়ার শুরু এবং শেষ দিন শীঘ্রই ঘোষণা করা হবে।

২) পরীক্ষার দশ দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

আবেদনের পদ্ধতি

১) অনলাইনে আবেদন করতে হবে।

২) আর কয়েকদিন পরেই www.westbengalssc.com ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখা যাবে।

৩) ওই ওয়েবসাইটে প্রথমে নিজেকে নথিভূক্ত করতে হবে এবং তারপর আবেদন করতে হবে।

English summary
4000+ clerk will be recruited in various school of West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X