For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের টেলিকমিউনেকেশন ইন্ডাস্ট্রিতে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতের টেলিকমিউনেকেশন ইন্ডাস্ট্রিতে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

  • |
Google Oneindia Bengali News

ভারতের টেলিকমিউনেকেশন ইন্ডাস্ট্রিতে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়েছে কর্তৃপক্ষ। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

ভারতের টেলিকমিউনেকেশন ইন্ডাস্ট্রিতে একাধিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি

মোট শূন্যপদ : ৪০টি

কোন কোন শূন্যপদ
১) মেকানিক্যাল - ২৯ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, ইডব্লুএস ১)।

২) ইলেক্ট্রিক্যাল - ৭ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১)।

৩) ইলেক্ট্রনিক্স - ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।

যোগ্যতা
উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস সহ মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল/ইলেক্ট্রনিক্সে ৩ বছরের রেগুলার কোর্সে ডিপ্লোমা। (অনগ্রসর সম্প্রদায় এবং প্রতিবন্ধী প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক)। ২০২১ সালের ৬ মার্চের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।

বয়সের সীমা : ২০২১ সালের ৬ মার্চের মধ্যে প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ৩০ বছর হতে হবে।

পারিশ্রমিক : প্রতি মাসে ১৯,০২৯ টাকার সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্ছী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি
https://www.itiltd.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করা যাবে অফ লাইনে। ঠিকানা - CM-HR & Legal, Recruitment Cell, ITI Limited, Sultanpur Road, Raebareli, Uttar Pradesh - 229010.

itiltd.in (https://itiltd.in/)
ITI Limited

English summary
40 Engineer needed in Indian Telecommunication Industry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X