
মালদার ইংলিশ বাজার পুরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্ত, কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন
মালদার এসডিও অফিসের অধীনে ইংলিশ বাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। প্রার্থী নির্বাচিত হলে তাঁকে কত টাকা বেতন দেওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য কীভাবে জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিজ্ঞাপন নম্বর : 1262-XII/I
মোট শূন্যপদ : ৩৮ (জেনারেল ১৯, এসসি ৯, এসটি ২, শারীরিক প্রতিবন্ধী ১, ওবিসি ৭)
কোন শূন্যপদ : হনারারি হেলথ ওয়ার্কার (Honorary Health Worker)
দফতর : স্বাস্থ্য বিভাগ
চাকরি মেয়াদ : অস্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদন
১) প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
২) প্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে।
৩) বাংলা ও স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান রাখতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) প্রার্থীকে বিবাহিত/বিবাহ বিচ্ছিন্না/বিধবা মহিলা হতে হবে।
২) প্রার্থীকে স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে।
বয়সসীমা
১) বয়সের উর্ধ্বসীমা - ৪০ বছর
২) বয়সের নিম্নসীমা - ৩০ বছর
৩) এসসি/এসটি/ওবিসি - ২২ থেকে ৪০ বছর।
আবেদনের ফি : আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
বেতন : সরকারি নিয়ম মেনেই বেতন দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।
নির্বাচন পদ্ধতি
১) মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
২) ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ১০/০৯/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ৩০/০৯/২০২১
৩) ইন্টারভিউয়ের দিন পরে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) English Bazar Municipality Office, Malda-এ গিয়ে সব তথ্য-প্রমাণ সহ আবেদন জমা দিতে হবে।
৩) https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-09/Notification.pdf লিঙ্কে ক্লিক করে এই চাকরি সম্পর্কে আরও বিস্তারিত জানার পাশাপাশি আবেদন পত্র ডাউনলোড করা যাবে।
৪) অফিসিয়াল ওয়েবসাইট - https://www.malda.gov.in/