কোল ইন্ডিয়ায় ৩৫৮টি শূন্যপদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি
কোল ইন্ডিয়া লিমিটেডে ৩৫৮ জন সিনিয়র অফিসার ও অফিসার নিয়োগ করা হবে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত সীমা, আবেদন করার শেষ তারিখ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কীভাবে আবেদন করতে হবে, তাও ওই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে।

শূন্যপদ : ৩৫৮টি (অসংরক্ষিত ২৭৬, তপশিলি জাতি ৫২, তপশিলি উপজাতি ৩০)।
শিক্ষাগত যোগ্যতা
অফিসার (ই-১ গ্রেড) : ম্যাট্রিকুলেশন+এসএসসি অথবা মাইনিং/মাইন সার্ভেয়িংয়ে ডিপ্লোমা+এসএসসি অথবা ম্যাট্রিকুলেশন+এসএসসি+সার্ভেতে অন্তত দুই বছরের কোম্পানির ট্রেনিং প্রোগ্রাম এবং তিন বছরের অভিজ্ঞতা।
সিনিয়র অফিসার (ই-২ গ্রেড) : মাইনিংয়ে ডিগ্রি বা সমতুল+এসএসসি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মেয়াদ ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আবেদন জমা : ২০২০ সালের ১৭ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন জমা দেওয়া যাচ্ছে। আগামী ১৫ জানুয়ারি আবেদন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়া : অভিজ্ঞতা এবং সিনিয়রিটির প্রেক্ষিতে কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনের পদ্ধতি
https://www.coalindia.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে। আবেদন পত্রের হার্ড কপি ৩১ জানুয়ারির মধ্যে নির্দিষ্টি ঠিকানায় পাঠাতে হবে।