For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

কলকাতা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

কলকাতা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করা যাবে, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কলকাতা পুরসভায় একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন

কোন শূন্যপদ : কমিউনিটি অরগানাইজার

মোট শূন্যপদ : ৩২ (জেনারেল ১৫, শারীরিক প্রতিবন্ধী ১, এসসি ৮, এসটি ২, ওবিসি ৬)

চাকরির মেয়াদ : এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে।

কোথা থেকে আবেদন
১) পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।

২) রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন করা যাবে।

৩) বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।

২) কমিউনিটি ও সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা।

৩) কম্পিউটারের কাজ করার দক্ষতা। এমএস অফিসে কাজ করার স্বচ্ছলতা।

বয়সসীমা
১) প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮।

২) প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০।

৩) সরকারি নিয়ম মেনে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

কী করতে হবে
১) শহরাঞ্চলের দরিদ্র মানুষ ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

২) সকলকে স্বনির্ভর গোষ্ঠীর অধীনে আনতে হবে, বোঝাতে হবে।

৩) স্বনির্ভর গোষ্ঠীর কার্যপদ্ধতির ওপর নজর রাখতে হবে।

৪) সার্ভের কাজে যুক্ত থাকতে হবে। (বাকি তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে)

আবেদনের ফি : এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের থেকে কোনও ফি নেওয়া হচ্ছে না।

বেতন : প্রতি মাসে ১০ হাজার টাকা।

গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা নেওয়া শুরু - ০২/০৮/২০২১

২) আবেদনের শেষ দিন - ১৭/০৮/২০২১

আবেদনের পদ্ধতি
১) অফলাইনে আবেদন করতে হবে।

২) আবেদন পাঠানোর ঠিকানা - The Department Of Social Welfare and Urban Poverty Alleviation, 1, Hogg Street, Top Floor, Kolkata - 700087.

৩) উপরোক্ত ঠিকানার ড্রপ বক্সে তথ্য এবং প্রমাণ সহ আবেদন ফেলতে হবে।

৪) https://www.kmcgov.in/KMCPortal/downloads/Community_Organizers_NULM_02_08_2021.pdf লিঙ্কে ক্লিক বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নিন।

৫) আবেদনপত্রও উপরোক্ত লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।

৬) অফিসিয়াল ওয়েবসাইট - https://www.kmcgov.in/KMCPortal/LandingAction.do?

English summary
32 Community Organizer will be recruited in Kolkata Municipal Corporation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X