হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে ২২৬ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনস্ত বিভিন্ন ব্লকে ২২৭ জন আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই পদের জন্য কারা, কত দিনের মধ্যে আবেদন করতে পারবেন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই পদের জন্য কীভাবে আবেদন করা যাবে, তাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

শূন্যপদ
১) আমতা ১ ব্লকে ৩৪টি শূন্যপদ
২) আমতা ২ ব্লকে ৯টি শূন্যপদ
৩) বাগনান ২ ব্লকে ১০টি শূন্যপদ
৪) বালি জগাছা ব্লকে ১৬টি শূন্যপদ
৫) ডোমজুড় ব্লকে ৫৭টি শূন্যপদ
৬) জগৎবল্লভপুর ব্লকে ১৪টি শূন্যপদ
৭) পাঁচলা ব্লকে ৮টি শূন্যপদ
৮) সাঁকরাইল ব্লকে ৪৫টি শূন্যপদ
৯) কামালপুর ব্লকে ১টি শূন্যপদ
১০) শ্যামপুর ২ ব্লকে ৪টি শূন্যপদ
১১) উদয়নারায়ণপুর ব্লকে ৪টি শূন্যপদ
১২) উলুবেড়িয়া ১ ব্লকে ১৪টি শূন্যপদ
১৩) উলুবেড়িয়া ২ ব্লকে ১০টি শূন্যপদ

বয়সের উর্ধ্বসীমা
বিবাহিতা/বিধবা/আইনগতভাবে পতিবিচ্ছিন্না/বিবাহবিচ্ছিন্না মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীকে স্থানীয় ব্লকের বাসিন্দা হতে হবে। ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত চাকরি প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতি-ভূক্ত প্রার্থীদের থেকে বয়স ২২ থেকে ৪০-এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্ব-নির্ভরগোষ্ঠীর সদস্য/প্রশিক্ষণপ্রাপ্ত দাই/লিংক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন।

আবেদনের পদ্ধতি
২০২১ সালের ১৭ জানুয়ারি থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। জন্ম তারিখের শংসাপত্র/মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ভোটার আইডি, জাতিগত প্রমাণপত্র, স্ব-নির্ভরগোষ্ঠীর সদস্য/প্রশিক্ষণপ্রাপ্ত দাই/লিংক ওয়ার্কার শংসাপত্র সহ প্রার্থীর সই সহ দুই কপি পাসপোর্ট ছবি বিডিও অফিসে জমা দিতে হবে।
