জেলার নগর নিগমে শতাধিক কর্মী নিয়োগ
বছরের শুরুতেই সুখবর! দুর্গাপুর নগর নিগমের ১৩৫ শূন্য গ্রুপ ডি পদে নিয়োগ সম্পন্ন করা হবে। এর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, বেতনক্রম, বয়স ও শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত সীমা তাতে বলে দেওয়া হয়েছে। জানানো হয়েছে আবেদনের পদ্ধতিও। তাতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

শূন্যপদ : সুইপার ৭ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), মেট ১৪ (অসংরক্ষিত ১০, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১), ইলেক্ট্রিশিয়ান হেল্পার ১ (অসংরক্ষিত), পিওন/আর্দালি/মেসেঞ্জার ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১), হেল্পার ১০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১), হেল্পার/ক্লিনার/অ্যাটেন্ড্যান্ট ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১) সুইপার ৩০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২), হেল্পার (টিউবওয়েল) ১ (অসংরক্ষিত), প্লাম্বিং হেল্পার ১ (অংরক্ষিত), পাইপাইল হেল্পার ১ (অসংরক্ষিত), মজদুর ৫৭ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৪)।
যোগ্যতা : সুইপার ছাড়া বাকি পদগুলির ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাস।
প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউ ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
বেতনক্রম : সুইপার ও মেট পদে পে লেভেল ২ অনুযায়ী ১৭৬০০ থেকে ৪৫২০০ টাকা। বাকি পদগুলির ক্ষেত্রে লেভেল ওয়ান অনুযায়ী ১৭০০০ থেকে ৪৩৬০০ টাকা।
বয়সসীমা : ১ জানুয়ারি ২০২০-এর হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
আবেদনের পদ্ধতি : নির্দিষ্ট বয়ানে http://www.durgapurmunicipalcorporation.org ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে।