For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10th Pass Govt Job : চাকরির বাজারে বড় খবর, ক্লাস ১০ পাশ করলেই আবেদনের সুযোগ

চাকরির ক্ষেত্রে ভালো খবর! Directorate of Textiles-এর শূন্যপদে একাধিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত। Odisha Staff Selection Commission (OSSC)-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। Technical Assistant সহ বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ কর

  • |
Google Oneindia Bengali News

চাকরির ক্ষেত্রে ভালো খবর! Directorate of Textiles-এর শূন্যপদে একাধিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত। Odisha Staff Selection Commission (OSSC)-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। Technical Assistant সহ বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ করা হবে।

ক্লাস ১০ পাশ করলেই আবেদনের সুযোগ

ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই পদের জন্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে আবেদনের কথা বলা হয়েছে। কীভাবে আবেদন সমস্ত বিষয়ে বিস্তারিত ভাবে বলা রয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

Odisha Staff Selection Commission-এর ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। পুরোটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্যে এই https://www.ossc.gov.in/ - লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল। এই সময়সীমার মধ্যেই পৌঁছে যেতে আবেদনকারীর আবেদন।

মোট ৫৪টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে

বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৫৪টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। Technical Assistant হিসাবেই এই নিয়োগ করা হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। ছোট্ট ভুলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন।

শিক্ষাগত যোগ্যতা-

ওডিশার Directorate of Textiles-এর শূন্যপদে র জন্যে এই নিয়োগ হবে। এই পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও ইনস্টিটিউট অফ হেডলুম বা এই সংক্রান্ত বিস্তারিত আরও পড়াশুনা থাকতে হবে আবেদনকারীকে। এছাড়াও এই বিষয়ে সার্টিফিকেট সহ নথিও জমা দিতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

নিয়োগ সংক্রান্ত আরও তথ্য-

মোট ৫৪টি শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। সাধারণের জন্যে এর মধ্যে ৩১ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও এসটি-এসসি'র মতো সংরক্ষিত ক্ষেত্রে যথাক্রমে ১৫ এবং ৮ জনকে এই পদের জন্যে নিয়োগ করা হবে।

কীভাবে বেছে নেওয়া হবে-

Odisha Staff Selection Commission-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং সার্টিফিকেশন ভ্যারিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ৯০ মিনিটের মতো হবে। গোটা পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে হবে। ১০০ নম্বরের মাধ্যমে হবে এই পরীক্ষা। এই পরীক্ষা হবে জেনারেল স্টাডিজের থেকে ২০ সহ বিভিন্ন বিষয়ে উপর নম্বর ভাগ করে দেওয়া হয়েছে। বিস্তারিত জেনেই আবেদন করতে হবে।

English summary
10th Pass Govt Job : Odisha Staff Selection Commission recruitment in various post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X