For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Infographic : বিশ্বের উচ্চতম ‘ঐক্যের মূর্তি’ এখন ভারতে, উদ্বোধনের আগে জেনে নিন খুঁটিনাটি

সর্দার বল্লভভাই প্যাটেলের ‘ঐক্যের মূর্তি’র উদ্বোধন হবে রাত পোহালেই। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘স্ট্যাচু অফ ইউনিটি’র উদ্বোধন করবেন।

Google Oneindia Bengali News

সর্দার বল্লভভাই প্যাটেলের 'ঐক্যের মূর্তি'র উদ্বোধন হবে রাত পোহালেই। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধন করবেন। 'স্ট্যাচু অফ ইউনিটি'র এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটি নিউইয়র্কের 'স্ট্যাচু অফ লিবার্টি'র দ্বিগুণ উচ্চতাবিশিষ্ট।

Infographic : বিশ্বের উচ্চতম ‘ঐক্যের মূর্তি’ এখন ভারতে, উদ্বোধনের আগে জেনে নিন খুঁটিনাটি

বিশ্বের উচ্চতম মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি'র প্রদর্শনের জন্য দুটি উচ্চ-গতির যাত্রী এলিভেটর থাকছে। এই এলিভেটর পর্যটকদের গ্যালারি থেকে মূর্তির সামনে নিয়ে যাবে। একসঙ্গে ২00 পর্যটক উঠতে পারবেন এই এলিভেটরে। ১৮৩ মিটার উচ্চতার ওই মূর্তি তৈরি করতে ২৯৮৯ কোটি টাকা ব্যয় হয়েছে। সময়ে লেগেছে ৩৩ মাস।

প্রধানমন্ত্রী মোদি জানান, এই মূর্তিটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ঠিক যেমন 'স্ট্যাচু অফ লিবার্টি' নিউ ইয়র্কের বুকে আকর্ষনীয়, তেমনই 'স্ট্যাচু অফ ইউনিটি' ভারতের বুকে বিরাজমান থাকবে। গুজরাট সরকারের মতে, এটি প্রতিদিন অন্তত ১৫ হাজার পর্যটক টানতে সক্ষম হবে। ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির ডিজাইন করেন পদ্মশ্রী রাম সুতার। তিনিই সংসদে গান্ধী মূর্তির ডিজাইন করেছিলেন।

English summary
Statue of Unity will be inaugurated by PM Narendra Modi. This Sardar Ballavbhai Patel’s statue is tallest in the World. Statue of Unity is double of Statue of Liberty,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X