For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সবার জন্য ঘর'! মোদীর স্বপ্নের প্রকল্প এগিয়েছে কতদূর, দেখুন পরিসংখ্যান

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঠিক কী অবস্থায় রয়েছে, আসুন চোখ ফেরানো যাক।

  • |
Google Oneindia Bengali News

২০২২ সালের মধ্যে সকলের জন্য বাড়ি তৈরির পরিকল্পনা সার্থক করতে লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও আবাস যোজনা নিয়ে নানা আলোচনায় নিজের মনের কথা জানিয়েছেন। ঠিক কী অবস্থায় রয়েছে এই প্রকল্পগুলি, আসুন চোখ ফেরানো যাক।

সবার জন্য ঘর! মোদীর স্বপ্নের প্রকল্প এগিয়েছে কতদূর, দেখুন পরিসংখ্যান

গত তিন বছরে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫১ লক্ষ ঘরের মঞ্জুরি দিয়েছে। যার মধ্যে বহু ঘর একেবারে অন্তিম পর্যায়ে রয়েছে। ৮ লক্ষ বাড়ি তৈরি হয়ে গিয়েছে। ৮ লক্ষ বাড়ি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। গত মাসে আরও ৬ লক্ষ ২৮ হাজার ৪৮৮টি বাড়ি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। যা মধ্যবিত্তদের উপকৃত করবে।

রাজ্যের কথা ধরলে উত্তরপ্রদেশের মানুষ সবচেয়ে বেশি উপকার পেয়েছেন। সেরাজ্যে ২ লক্ষ ৩৪ হাজার ৮৭৯টি বাড়ি মঞ্জুর হয়েছে। তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে ১ লক্ষ ৪০ হাজার ৫৫৯টি বাড়ি মঞ্জুর হয়েছে।

মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা মোতাবেক ৭৪, ৬৩১টি বাড়ি, বিহারে ৫০, ০১৭টি বাড়ি, ছত্তিশগড়ে ৩০, ৩৭১টি বাড়ি, গুজরাতে ২৯, ১৮৫টি বাড়ি মঞ্জুর হয়েছে। মহারাষ্ট্রে ২২, ২৬৫টি বাড়ি, তামিলনাড়ুতে ২০, ৭৯৪টি বাড়ি, ওড়িশায় ১৩, ৪২১টি বাড়ি, ত্রিপুরায় ৯৭৭৮টি বাড়ি ও মনিপুরে ২৫৮৮টি বাড়ি তৈরির জন্য টাকা মঞ্জুর হয়েছে।

কেরলে সম্প্রতি ভয়ঙ্কর বন্যা হয়েছে। ফলে সেরাজ্যের জন্য আলাদা পরিকল্পনা করা হয়েছে। যাদের বাড়িঘর নষ্ট হয়ে গিয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থার কথাও কেন্দ্র-রাজ্য ভেবেছে।

English summary
PM Modi's ambitious 'housing for all' vision: What has been done so far?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X