For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবন তাঁকে গলায় লাগিয়েছিল, তাই মাথা ঘোরানো জনপ্রিয়তার সঙ্গে বিদায় নিলেন শ্রীদেবী

ছোট্টখাট্টো চেহারা, সারল্যে মাখা মুখ আর টানা চোখ খুব সহজেই তামিল ফিল্মি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল।

Google Oneindia Bengali News

তামিল পরিবারের মেয়ে। বাবা আইনজীবী। ছোটবেলা থেকেই নৃত্যশৈলীতে পটিয়সী। তাই ছোট্টখাট্টো চেহারা, সারল্যে মাখা মুখ আর টানা চোখ খুব সহজেই তামিল ফিল্মি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল।

ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা 'সুপারস্টার', রেখে গেলেন বহু

গ্রাম্য সারল্য আর সাদা-সিধে হাবাভাব সে সময় বলিউড ট্রেন্ডের সঙ্গে যে খুব মানানসই ছিল তেমনটাও নয়। কিন্তু, বারবার এক অন্যন্য জাদু আর মিষ্টি ব্যবহারে জায়গা করে নিতে পেরেছিলেন মুম্বই চলচ্চিত্র মহলে। প্রথমে ছোট চরিত্র। আর এর চার বছরের মাথায় সুযোগ মিলেছিল 'ষোলা সাওয়ান' ছবিতে নায়িকা হিসাবে অভিষেকের। যখন বলিউডে তিনি নায়িকা হয়েছিলেন তখনও তাঁর বয়স ১৭ ছোঁয়নি। তার আগে এত অল্প বয়সে বলিউডে নায়িকা হয়েছিলেন একমাত্র রেখা। সেদিক থেকে রেখার সঙ্গে বলিউড অভিষেকে একটা মিল ছিল শ্রীদেবীর।

ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা 'সুপারস্টার', রেখে গেলেন বহু

ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা 'সুপারস্টার', রেখে গেলেন বহু

ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা 'সুপারস্টার', রেখে গেলেন বহু

ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা 'সুপারস্টার', রেখে গেলেন বহু

ভারতীয় চলচ্চিত্রের প্রথম মহিলা 'সুপারস্টার', রেখে গেলেন বহু

ঘর সংসারে মন দেওয়ার পর প্রায় ১৬ বছর পর্দায় আসেননি। শ্রীদেবীর মতো নায়িকা কীভাবে স্টারডম-এর হাত ছেড়ে আছেন তা নিয়ে কম তর্ক-বিতর্ক ছিল না। ফিরেছিলেন শ্রী। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া ফের পা রেখেছিলেন। আর তাঁর এই কামব্যাক ঘটেছিল 'ইংলিশ ভিংলিশ' ছবি দিয়ে।

English summary
Sridevi wanted life of full joy and she did it unto the death. From filmy career to marriage always she went with her own conscience.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X