For Quick Alerts
For Daily Alerts
Info Graphics- ভোট শুরু ১১ এপ্রিল, গণনা ২৩ মে! দেখে নিন ৭ দফায় ও কেন্দ্রের সংখ্যা
২০১৯-এ সাত দফায় নির্বাচন হতে চলেছে। যার মধ্যে সাত দফায় নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের সঙ্গে বিহার ও উত্তরপ্রদেশে। এছাড়াও ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১ দফা, চার রাজ্য দুই দফা, দুই রাজ্যে ৩ দফা, এবং চার রাজ্যে চার দফায় নির্বাচন হতে চলেছে।

প্রথম দফার ভোট ১১ এপ্রিল ২০ টি রাজ্যে ৯১ টি কেন্দ্রে ভোট , দ্বিতীয় দফায় ১৮ এপ্রিল ১৩ রাজ্যের ৯৭ আসনে, তৃতীয় ২৩ এপ্রিল ১৪ টি রাজ্যের ১১৫ টি কেন্দ্রে ভোট, চতুর্থ দফায় ২৯ এপ্রিল ৯ টি রাজ্যের ৭১টি কেন্দ্রে ভোট, পঞ্চম দফায় ৬ মে ৭ রাজ্যের ৬১ টি আসনে ভোট, ষষ্ঠ দফায় ১২ মে ৭ রাজ্যের ৪৯ আসনে ভোট , সপ্তম তথা শেষ দফা ১৯ মে ৮ রাজ্যের ৫৯ আসনে ভোট।