For Quick Alerts
For Daily Alerts
Info Graphics-শুরু ২০১৯-এর কাউন্টডাউন! অপেক্ষার ৩৪৯ দিন
দশমীতে বিষাদের সুর। সকাল গড়িয়ে দুপুর হতেই বাড়ির প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু। এক এক করে কিছু বারোয়ারি ঠাকুরেরও বিসর্জন শুক্রবারেই। বিসর্জনের মধ্যেই আবেদন আবার এসো মা...। মাঝে একটি বছর। তবে এবার আর ৩৬৫ দিন নয়, ৩৪৯ দিনের অপেক্ষা। ২০১৯-এর ৩ অক্টোবর মহাপঞ্চমী।

