For Quick Alerts
For Daily Alerts
Info graphics- অন্তর্বর্তী বাজেট ২০১৯-এ বাংলার জন্য মাত্র ১ হাজার টাকার বরাদ্দ রেলে, দেখুন একনজরে
অন্তর্বর্তী বাজেট ২০১৯-এ বাংলার বুকে রেলেতেও বরাদ্দ কমানো হয়েছে। ফলে দেখা যাচ্ছে বেশষ কিছু রেল বিভাগ মাত্র ১ হাজার টাকার বরাদ্দ পেয়েছে। রাজ্যের কিছু রেল বিভাগের বরাত অবশ্য খানিকটা ভালো। তারা লাখ খানেক টাকা বরাদ্দ পেয়েছে রেল বাজেটে। রেল বাজেটে এমন বারাদ্দে স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত বাংলার মানুষ।
