For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধারের সঙ্গে ঠিক কতগুলি মোবাইল নম্বর আপনার লিঙ্ক রয়েছে? জানুন এই সহজ পদ্ধতি

আধারের সঙ্গে ঠিক কতগুলি মোবাইল নম্বর আপনার লিঙ্ক রয়েছে? জানুন এই সহজ পদ্ধতি

  • |
Google Oneindia Bengali News

আধার কার্ড এখন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রমাণ্য নথি দেশের মানুষের কাছে। ভারতেরই নাগরিক হিসাবেও আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। অনেক ক্ষেত্রেই আধার কার্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাঙ্কের লোন নেওয়া হোক কিংবা সরকারি সুবিধা পেতে আধার বাধ্যতামূলক। এমনকি মোবাইলের সিম কার্ড নেওয়ার ক্ষেত্রেও অনেকে আধার কার্ড ব্যবহার করে থাকেন। তবে যত বেশি আধারের গুরুত্ব বাড়ছে তত জালিয়াতির পরিমাণও বাড়ছে। ফলে আধারের কার্ডের গোপন তথ্য শেয়ার না করার কথা বলা হচ্ছে বারবার!

আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ

আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ

বিশেষ করে বাজার থেকে মোবাইলের সিম কার্ড (SIM card) কেনার ক্ষেত্রে একটি প্রমান্য নথি (ID) খুবই প্রয়োজন হয়ে থাকে। অনেক ক্ষেত্রি আমরা KYC-এর ক্ষেত্রে Aadhaar কার্ড ব্যবহার করে থাকি। SIM card অ্যাক্টিভ করতে অনেক ক্ষেত্রেই টেলিকম সংস্থা Aadhaar নম্বর ব্যবহার করে থাকে। এই সমস্ত ক্ষেত্রে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, দোকানদাররা ওই আধার নম্বর ব্যবহার করে একাধিক সিম কার্ড বিক্রি করেছে। যা আবনার অজান্তেই।

সর্বোচ্চ ৯টি সিম কার্ড নেওয়া যেতে পারে

সর্বোচ্চ ৯টি সিম কার্ড নেওয়া যেতে পারে

ফলে এতে বিপদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এমনকি বেআইনি কাজের সঙ্গে নাম জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আধার কার্ডের নম্বরের সঙ্গে ঠিক কতগুলি নম্বর আছে সেটাই জানা জরুরি। ভাবছেন তো কীভাবে? হ্যাঁ এখন খুব সহজেই এই বিষয়ে জানা সম্ভব। আধার নম্বরের সঙ্গে ঠিক কতগুলি নম্বর রয়েছে তা খুব সহজেই তা জানা সম্ভব। সরকারের নিয়ম অনুযায়ী, আধার কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৯টি সিম কার্ড নেওয়া যেতে পারে। কিন্তু প্রত্যেক সিম হতে হবে একটি অপারেটরের।

একাধিক সুবিধা এই পোর্টালে

একাধিক সুবিধা এই পোর্টালে

অসাধারণ একটি সুবিধা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। যদি আপনি কতগুলি সিম কার্ডের সঙ্গে আধার যুক্ত রয়েছে তা না জানেন তা খুব সহজেই জেনে নেওয়া যাবে। মাত্র কয়েকটি ধাপেই তা জানা সম্ভব। টেলিকম মন্ত্রক Telecom Analytics For Fraud Management and Consumer Protection অর্থাৎ TAFCO নামে একটি পোর্টাল নিয়ে এসেছে। এই পোর্টালের মাধ্যমেই জেনে নিতে পারবেন ঠিক কতগুলি সিম অ্যাক্টিভ রয়েছে। এই পোর্টালের মাধ্যমে ফেক নম্বরও দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনার নামে যদি কোনও অবৈধ নম্বর চলে তা ওই পোর্টালে দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবেন। এমনকি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন না এমন নম্বরও ওই পোর্টালের মাধ্যমেই বন্ধ করতে পারবেন।

কটা সিম যুক্ত রয়েছে নম্বরের সঙ্গে? জানুন

কটা সিম যুক্ত রয়েছে নম্বরের সঙ্গে? জানুন

প্রথমেই www.tafcop.dgtelecom.gov.ইন - এই লিঙ্কে ক্লিক করতে হবে। কিংবা গুগলে এই লিঙ্কে ফেলে সার্চ করতে হবে। এরপরেই TAFCO নামে পর্টালটি খুলে যাবে। সেখানে আধার নম্বর দিতে হবে। রেজিস্টার নম্বরের সঙ্গে সঙ্গে একটি OTP চলে আসবে। এরপর ওই পোর্টালে OTP টা দিতে হবে। সঙ্গে সঙ্গে আরও একটি উইন্ডো খুলে যাবে। সেখানে আধারের সঙ্গে কতগুলি ফোন নম্বর যুক্ত আছে তা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। কোনও ভুল নম্বর যুক্ত থাকলে সেখানেই ব্লক করতে হবে।

দেশের অর্থনীতির উন্নতির সঙ্গে বেকারত্বের হার চিন্তার কারণ হতে পারে, সতর্ক করল কেন্দ্র দেশের অর্থনীতির উন্নতির সঙ্গে বেকারত্বের হার চিন্তার কারণ হতে পারে, সতর্ক করল কেন্দ্র

English summary
How to know that how many sim cards are linked with your aadhaar card, know the process
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X