ভ্যাকসিন নিয়েছেন কিন্তু পাননি শংসাপত্র, দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন কোভিড ই–সার্টিফিকেট
কোভিড–১৯ ট্র্যাকিং অ্যাপ আরোগ্য সেতুর সঙ্গে ভারতের প্রথম টিকাকরণ অ্যাপ কোউইন জুড়ে গেল। এতে ব্যবহারকারীরা টিকাকরণের বিষয়ে যেমন বিশদে জানতে পারবেন তেমনি টিকাকরণের ই–সার্টিফিকেট ডাউনলোডও করতে সক্ষম হবেন।

আরোগ্য ও কোউইন অ্যাপের সংযুক্তি
করোনা ভাইরাস কালে ২০২০ সালের এপ্রিল মাসে আরোগ্য সেতু অ্যাপটির সূচনা হয়। যেখানে ব্যবহারকারীরা তাঁদের নিজ নিজ এলাকায় কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানতে পারেন। আরোগ্য সেতুর পক্ষ থেকে সরকারিভাবে টুইট করে বলা হয়েছে, ‘কোভিড-১৯ টিকাকরণ নিয়ে তথ্য দরকার? কো-উইনের তথ্য পাবেন আরোগ্য সেতু অ্যাপে। টিকাকরণের তথ্যর জন্য কো-উইনের ড্যাশবোর্ডে যান এবং যদি আপনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজও নিয়ে থাকেন তবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করে নিন এখান থেকে।' উভয় অ্যাপ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, তবে সাধারণ জনগণের জন্য এখনও কোরনা টিকাকরণ উপলব্ধ নয়।

সার্টিফিকেট ডাউনলোড করবেন কী করে
এবার দেখে নেওয়া যাক কোউইন বিভাগে কিভাবে পৌঁছাবেন ব্যবহারকারীরা।
কোভিড টিকাকরণের ই-শংসাপত্র পাওয়ার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর একের পর এক ধাপ অনুসরণ করে তবেই মিলবে এই শংসাপত্র।
১) আরোগ্য সেতু অ্যাপ খুলুন
২) অ্যাপ খোলার পর, ব্লুটুথ অন করুন অ্যাপ্লিকেশনে পৌঁছাতে।
৩) স্ক্রিনের ডানদিকে কোউইন বিভাগ রয়েছে
৪) আপনি তিনটি বিকল্প দেখতে পারবেন, ভ্যাকসিনেশন ইনফরমেশন, ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন ড্যাশবোর্ড।
৫) প্রসিড ট্যাপ করলেই সহজেই ভ্যাকসিনেশন সার্টিফিকেট পেয়ে যাবেন
৬) ১৪ সংখ্যার সুবিধাভোগী আইডি দিন
৭) গেট সার্টিফিকেট বিকল্পে ট্যাপ করুন
৮) আপনার ভ্যাকসিনেশন সার্টিফিকেট আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

কখন পাবেন ভ্যাকসিনেশন সার্টিফিকেট
এখানে উল্লেখ্য আপনি ভ্যাকসিনেশন সার্টিফিকেট তখনই পাবেন যখন ভ্যাকসিনের একটি ডোজ হলেও আপনি গ্রহণ করেছেন। আপনার সঙ্গে ১৪ সংখ্যার সুবিধাভোগী কোডও থাকতে হবে। এছাড়াও আরোগ্য সেতু অ্যাপে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছিলেন সেই একই নম্বর প্রয়োজন কোউইনের জন্য।

এলাকা–ভিত্তিক কোভিড টিকাকরণের তথ্য কীভাবে পাবেন?
১) আরোগ্য সেতু অ্যাপ খুলুন
২) অ্যাপ খোলার পর, ব্লুটুথ অন করুন অ্যাপ্লিকেশনে পৌঁছাতে।
৩) স্ক্রিনের ডানদিকে কোউইন বিভাগ রয়েছে
৪) আপনি তিনটি বিকল্প দেখতে পারবেন, ভ্যাকসিনেশন ইনফরমেশন, ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং ভ্যাকসিনেশন ড্যাশবোর্ড।
৫) ভ্যাকসিনেশন ড্যাশবোর্ডে গিয়ে প্রসিডে ক্লিক করুন
৬) রাজ্য জুড়ে মোট কজনের টিকাকরণ হয়েছে তার সব তথ্য পেয়ে যাবেন। যদি আরও বিশদে জানতে চান তবে ‘ক্লিক ফর ডিটেইলড ইনসাইট'-এ ক্লিক করুন যা পেজের শেষে রয়েছে।