For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরহাদ কান ঘরে ওঠ-বস করবেন! হঠাৎ কেন এ কথা বললেন, চ্যালেঞ্জ সরাসরি বিজেপিকে

ফিরহাদ হাকিম হঠাৎ বললেন, তিনি কান ধরে ওঠ-বস করবেন। কলকাতা পুরসভার মেয়রের কথা শুন তাজ্জব বনে যাবেন না। তিনি বললেন বলেই কান ধরে ওঠ-বস করবেন না। বা যদিও করেন, তার এখনও অনেক দেরি।

Google Oneindia Bengali News

ফিরহাদ হাকিম হঠাৎ বললেন, তিনি কান ধরে ওঠ-বস করবেন। কলকাতা পুরসভার মেয়রের কথা শুন তাজ্জব বনে যাবেন না। তিনি বললেন বলেই কান ধরে ওঠ-বস করবেন না। বা যদিও করেন, তার এখনও অনেক দেরি। আসলে তাঁর এই মন্তব্য বিজেপির ভবিষ্যৎ নিয়ে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেছেন।

বাংলায় যখন পিছিয়ে যেতে শুরু করেছে বিজেপি

বাংলায় যখন পিছিয়ে যেতে শুরু করেছে বিজেপি

বিজেপি এখন রাজ্যের বিরোধী দল। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৩ থেকে বেড়ে ৭৭ হয়েছে তারা। সিপিএম-কংগ্রেসকে সরিয়ে তারাই বসেছে বিরোধী আসনে। কিন্তু তারপর থেকেই রাজ্যে বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ক্রমেই বাংলায় পিছিয়ে যেতে শুরু করেছে বিজেপি। আবারও বিজেপির থেকে মুখ ফিরিয়ে বামেদের দিকে ঘুরে যাচ্ছে বিরোধী ভোট।

আসল খেলায় মাত দেবে বিজেপি, দাবি

আসল খেলায় মাত দেবে বিজেপি, দাবি

সাম্প্রতিক নির্বাচনগুলিতে বিজেপি খারাপ ফল করলেও ২০২৪ নিয়ে কিন্তু গেরুয়া শিবির উচ্ছ্ব্সিত। বিজেপি মনে করছে তারা এবার আসন সংখ্যা আরও বাড়াতে সক্ষম হবে। বিজেপি আবার ঘুরে দাঁড়াবে বাংলায়। যতই এখন বাম বা কংগ্রেস বিজেপির থেকে বেশি ভোট পাক, আসল খেলায় মাত দেবে বিজেপি।

ফিরহাদের কথায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে

ফিরহাদের কথায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে

এ প্রসঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ২০১৯-এ আমরা ১৮ আসনে জয়ী হয়েছিলাম। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আমরা বাংলা থেকে কম করে ২৫টি আসনে জিতব। তার জেরেই শনিবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যে কথা শুনিয়েছেন, তাতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

ফিরহাদ হাকিম সোজাসাপ্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে

ফিরহাদ হাকিম সোজাসাপ্টা চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপিকে

ফিরহাদ হাকিম সোজাসাপ্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা শুনে ফিরহাদ বলেন, বিজেপি যদি ২০২৪-এর লোকসভা ভোটে ২টির বেশি আসন পায়, আমি কান ধরে ওঠ-বস করব। সুকান্তবাবু যা শর্ত দেবেন আমি তা মেনে নেব। আর যদি ২৫টি আসন বিজেপি না পায়, তাহলে উনি কী করবেন বলুন।

ফিরহাদ পাল্টা দিলেন বিজেপির সভাপতিকে

ফিরহাদ পাল্টা দিলেন বিজেপির সভাপতিকে

এরপর ফিরহাদ হাকিম বলেন, আমি জোর গলায় বলছি ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে একটা আসনও পাবে না। ফিরহাদের এই কথা কতদূর সত্য হবে তা ভবিষ্যৎ বলবে। ২০২৪-এর লোকসভা নির্বাচনে এখনও অনেক দূরে। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। কে কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে চলছে জোর তরজা।

বিজেপির বর্তমান অবস্থা বিচার করে

বিজেপির বর্তমান অবস্থা বিচার করে

সম্প্রতি আরএসসের সমীক্ষায় জানা গিয়েছে, বিজেপির বর্তমান যা অবস্থা ২০২৪-এর লোকসভা নির্বাচনে দুটির বেশি আসন পাবে না। পাহাড় ও বনগাঁ ছাড়া বিজেপি কোনও আসনেই জেতার মতো অবস্থায় নেই। এমনকী নির্ধারিত দুটি আসনও বিজেপির পক্ষে একেবারে নিরাপদ বলা যায় না। সেই নিরিখে ফিরহাদ চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্তকে, যা রাজ্য রাজনীতিতে তাৎপর্যপূর্ণ।

English summary
Firhad Hakim throws Challenge to Sukanta Majumdar and gives condition in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X