For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদে বন্যার জলে ভেসে যাচ্ছে ট্রাফিক সিগন্যাল, ভাইরাল ভিডিওর সত্যতা জানুন

হায়দরাবাদে বন্যার জলে ভেসে যাচ্ছে ট্রাফিক সিগন্যাল

Google Oneindia Bengali News

দেশের অনেক অংশেই ভারী বৃষ্টির জেরে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। তেলঙ্গানা ও হায়দরাবাদে বৃষ্টি ও বন্যার কারণে এখনও পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এই বিপদের মধ্যে আর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ট্রাফিক সিগন্যাল জলমগ্ন রাস্তায় ভেসে চলেছে। এই ভিডিওটি অনেকেই শেয়ার করেছেন। এক ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে লিখেছেন, '‌ইতিহাসে প্রথমবার। সিগন্যাল রাস্তা পার করছে হায়দরাবাদে।’‌

হায়দরাবাদে বন্যার জলে ভেসে যাচ্ছে ট্রাফিক সিগন্যাল, ভাইরাল ভিডিওর সত্যতা জানুন


যদিও এই দাবি সঠিক নয়। এটা চিনের একটি ভিডিও। জানা গিয়েছে, বছর দুই আগে চিনের ইয়ুলিন শহরে এই ভিডিওটি তোলা হয়। এছাড়াও এই ভিডিওটি চিনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক তাদের ইউটিউব চ্যানেলেও পোস্ট করেছেন। গ্লোবাল টেলিভিশন জানিয়েছে যে এই ভিডিওটি শুট করা হয়েছে দক্ষিণ চিনের গুয়াংসি ঝুয়াং অটোনোমাস প্রদেশেপ ইউলিন শহরে।

ভিডিওতে দেখা গিয়েছে, একটি অস্থায়ী ট্রাফিক সিগন্যাল বন্যার জলের তোড়ে ভেসে যাচ্ছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর দ্বিতীয়বার তা ভাইরাল হল। গত বছরই এই ভিডিওটি অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই সময় তা মুম্বইয়ের বলে দাবি করা হয়েছিল। প্রসঙ্গত, ২০১৮ সালের ভারী বৃষ্টিতে চনের এই এলাকায় ৭০ হাজার মানুষ প্রভাবিত হয়।

করোনায় মৃত্যুহার কমাতে ব্যর্থ রেমডেসিভির, হু-এর নয়া গবেষণায় চাঞ্চল্যকর তথ্যকরোনায় মৃত্যুহার কমাতে ব্যর্থ রেমডেসিভির, হু-এর নয়া গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

Fact Check

দাবি

Video shows traffic signal being swept away in Hyderabad

সিদ্ধান্ত

This video is from Yulin in China

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
traffic ignals floating in flood waters in hyderabad find out the truth of the viral video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X