নিয়ন্ত্রণরেখায় রাষ্ট্রপুঞ্জের গাড়িতে হামলা ভারতীয় সেনার? পাকিস্তানের দাবি ওড়াল নয়া দিল্লি
নিয়ন্ত্রণরেখার কাছে রাষ্ট্রপুঞ্জের গাড়িতে কোনোরকম হামলাই হয়নি, রবিবার পাকিস্তানের তোলা দাবির নস্যাৎ করে সাফ জানালো নয়া দিল্লি। শুক্রবার পাক বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়, এলওসি-তে চিরিকোট সেক্টরে রাষ্ট্রপুঞ্জের দুই আধিকারিকের গাড়িতে চালিয়েছে ভারতীয় সেনা। যা নিয়ে তুমুল বিতর্ক দানা আন্তর্জাতিক মহলে।

প্ররোচনায় হামলা চালিয়েছে ভারত ?
অন্যদিকে পাক বিদেশ মন্ত্রকের পাশাপাশি পাক সেনার দাবি বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে ভারত। এমনকী টুইটারে রাষ্ট্রপুঞ্জের ভাঙাচোরা গাড়ির ছবি পোস্ট করে বিতর্কে আরও ঘি ঢালেন পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার। ভারত-পাকিস্তানে রাষ্ট্রপুঞ্জের মিলিটারি অবজার্ভার গোষ্ঠীর দুই আধিকারিককে নিয়ে যাওয়ার সময় গত ১৮ ডিসেম্বর নিয়ন্ত্রণরেখার কাছে তাঁদের গাড়ি লক্ষ্য গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ।

ভুয়ো অভিযোগ করছে ইসলামাবাদ
এদিকে ভারতের দাবি রাষ্ট্রপুঞ্জের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে ভুয়ো অভিযোগ করছে ইসলামাবাদ। এমনকী অভিযোগ মেলার পরেই এই বিষয়ে সবিস্তারে তদন্ত করা হয় বলে জানান ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। সেখানেই দেখা যায় ওইদিন আদপেই এরপকম কোনও ঘটনা ঘটেনি। এমনকী রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের সফর সম্পর্কে ভারত অবগত ছিল বলেও জানান তিনি। তাই গোলাগুলি ছোঁড়ার প্রশ্নই ওঠে না।

পাকিস্তানের কাছেও পাঠানো হয়েছে পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট
অন্যদিকে তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই পাকিস্তানের কাছেও পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। একইসাথে পাকিস্তানের কাছেও সঠিক তদন্ত প্রক্রিয়া শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশেরও দাবি জানানো হয়েছে। এদিকে এর আগেই গোটা ঘটনার কথা জানিয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেলকে চিঠি লেখেন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি।

পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেষ্টা করছে ভারত ?
শুধু তাই নয় ভারত নাকি আগবাড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর চেষ্টা করছে বলেও নালিশ করেছেন রাষ্ট্রপুঞ্জের পাক প্রতিনিধি। যা নিয়েও পাল্টা তোপ দেগেছে ভারত। এদিকে গত কয়েক মাস আগে থেকেই নতুন করে উত্তেজনা বাড়তে থাকতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক এলাকায়। এমনকী জঙ্গি অনুপ্রবেশে সরসরি মদত দেওয়ারও অভিযোগ ওঠে পাক সেনার বিরুদ্ধে।
পাঞ্জাবের সীমান্তে পাকিস্তানি ড্রোনকে নিশানায় রেখে গুলি! অস্ত্র উদ্ধার ঘিরে হাড়হিম করা তথ্য

Fact Check
দাবি
Indian troops target UN vehicle from across LoC
সিদ্ধান্ত
India dismisses reports of UN vehicle being targeted across LoC