ওষুধ দেওয়ার ক্ষেত্রে ফার্মাসিস্টদের বিশেষ অধিকার দিয়েছে কেন্দ্র? জেনে নিন আসল সত্যি
করোনা আবহের মাঝেই নববর্ষ পড়তেই একের পর খুশির খবর শোনাতে দেখা গিয়েছে কেন্দ্রকে। জরুরি ভিত্তিতে টিকাকরণ শুরু জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে সিরাম ইন্সস্টিটিউট ও ভারত বায়োটেককে। যদিও তারপরেও কিছু ক্ষেত্রে জটিলতা অব্যাহত। এমতাবস্থায় ফার্মাসিস্টদের জন্য দেওয়া একটি সরকারি নির্দেশিকাকে নিয়েও একাধিক গুজব ছড়াতে দেখা গেল বিভিন্ন মহলে। সম্প্রতি একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় নতুন ক্লিনিক খুলতে এবং নিজেদের ইচ্ছামতো ওষুধ দেওয়ার জন্য দেশের ফার্মাসিস্টদের অনুমোদন দিয়েছে কেন্দ্র।

একইসাথে ডাক্তারদেরও বর্তমানে ওষুধ কেনার জন্য ক্লিনিক খোলার অধিকার দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমনকী ভারতের ফার্মাসি আইন এবং ফার্মাসি অনুশীলনের বিধিতেও নাকি এই স্বাধিকার দেওয়া রয়েছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়। পরবর্তীতে অন্তর্তদন্তে দেখা যায় আদপে এই দাবি ভিত্তিহীন। এমনকী সরকারের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করা হয়নি। পাশাপাশি ফার্মা আইনেও এমন কোনও উল্লেখ নেই।
ফার্মাসি অনুশীলন বিধিমালা ২০১৫ অনুসারে এখনও পর্যন্ত দেশে ফার্মাসিস্টরা ডাক্তারদের দেওয়া ওষুধই রোগীদর কাছে সরবরাহ করতে পারেন। প্রেসক্রিপশন ছাড়া কোনও জটিল রোগের ওষুধ দেওয়ার স্বাধিকতার তাদের নেই। যদিও এই ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় ও নিজেদের মেডিক্যাল অনুশীলনকারী হিসাবে সরকারি স্বীকৃতির দাবি দীর্ঘ দিন থেকেই করে আসছেন ফার্মাসিস্টরা। যদিও এই বিষয়ে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই খবর।

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত কাঁথি, এলাকায় মোতায়েন পুলিশ

Fact Check
দাবি
Govt has permitted pharmacists to open clinics and prescribe medicines
সিদ্ধান্ত
Govt has taken no such decision.