For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদ্যুতের বিল মকুবের পথে হাঁটতে চলেছে কেন্দ্র? সোশ্যাল মিডিয়ায় জোর তরজা, আসল সত্যি জানুন

বিদ্যুতের বিল মুকুব নিয়ে জোর তরজা শুরু সোশ্যাল মিডিয়া, আসল সত্যি জানুন

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে সোশ্যাল মিডিয়া জুড়ে গুজবের ছড়াছড়ি গত কয়েক মাসে। কেন্দ্রের তরফে হাজারও সতর্কবাণীর পরেও কোনও কাজ হয়নিয। কোনও সাম্প্রদায়িক হিংসা তো কখনও মৃত্যুর ভুয়ো খবরে জেরবার নেটপাড়া। এমতাবস্থায় এবার বিদ্যুতের বিল মুকুম নিয়ে জোর তরজা শুরু সোশ্যাল মিডিয়ায়।

বিদ্যুতের বিল মকুবের পথে হাঁটতে চলেছে কেন্দ্র? সোশ্যাল মিডিয়ায় জোর তরজা, আসল সত্যি জানুন

এদিকে করোনা আবহে একাধিক রাজ্যেই অত্যধিক বিদ্যুতের বিল নিয়ে গত কয়েক মাস ধরে পথে নামতে দেখা যায় সাধারণ মানুষ। যার নজির দেখা যায় কলকাতাও। গত মাসেই শহর ও শহরতলির বিদ্যুত পরিষেবা প্রদানকারী সংস্থা সিইএসই-র বিরুদ্ধে সোচ্চার হন সাধারণ মানুষ। এমতাবস্থায় অনেক রাজ্যেই আংশিক ভাবে বিদ্যুতের মাশুল প্রত্যাহারের পথে হাঁটে, বা সাধারণ মানুষের বিদ্যুতের বিল সরকারি ভাবে বহনের সিদ্ধান্ত নেয়। যদ্ও অনেক ক্ষেত্রেই তার বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে।

এদিকে এই রেশ ধঝরেই বর্তমানে হিন্দিতে একটা মেসেজ ফেসবুক, হোয়াটঅ্যাপ সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজলি বিল মাফি যোজনা নামে একটি মেসেজ ভাইরাল হয়। যেখানে বলা হচ্ছে আগামী ১লা সেপ্টেম্বর থেকেই কেন্দ্র এই সিদ্ধান্ত লাঘু করতে চলেছে। যদিও আদপেই কেন্দ্র এই ধরণের কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানা যাচ্ছে। এদিকে এই খবর চাউর হতেই কেন্দ্রের তরফে এই সংক্রান্ত ভুয়ো খবর থেকে সাধারণ মানুষকে সাবধান থাকতেও বলা হচ্ছে।

দিঘায় হবে ল্যান্ডিং স্টেশন! আর কোথায় কী, লক্ষ কর্মসংস্থানের বার্তা দিলেন মমতাদিঘায় হবে ল্যান্ডিং স্টেশন! আর কোথায় কী, লক্ষ কর্মসংস্থানের বার্তা দিলেন মমতা

Fact Check

দাবি

Centre has come up with a scheme to waive electricity bills

সিদ্ধান্ত

Centre has devised no such scheme

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
the news of waiving the electricity bill from the central government is fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X