বাইডেনের নতুন রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত? জেনে নিন আসল সত্যি
জানুয়ারিতেই পাকাপাকি ভাবে আমেরিকার শাসন ভার হাতে তুলে নিতে চলেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ভোট গণনায় কারচুপির অভিযোগে এখনও সরব বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী নির্বাচনী রায়কে চ্যালেঞ্জ করেই আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। এমতাবস্থায় শোনা গেল নতুন রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে এক ভারতীয় বংশোদ্ভূত বিশেষজ্ঞকে নিয়োগ করেছেন জো বাইডেন।

বাইডেন শিবিরে বড়সড় জায়গা পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতরা
প্রসঙ্গ উল্লেখ্য,ভোট গণনা শুরু হতেই দেখা যায় গোটা দেশজুড়েই ডেমোক্র্যাট শিবির থেকে একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের জয়লাভের খবর আসে। এমননকী ইতিমধ্যেই পূর্বপরিকল্পিত করোনা টাস্ক ফোর্সের শীর্ষ পদেও ভারতীয় বংশোদ্ভূত বিবেক মূর্তিকে নিয়োগের কথা জানিয়েছেন জো বাইডেন। তিনিও কাজ শুরু করবেন জানুয়ারি থেকেই। এমতাবস্থায় শোনা যাচ্ছে বাইডেনের রাজনৈতিক পরামর্শদাতা হিসাবেও নিয়োগ পাচ্ছেন এক ইন্দো-আমেরিকান।

তীব্র জল্পনা শুরু মার্কিন রাজ্য-রাজনীতিতে
এদিকে এই নতুন নিয়োগের খবরে তীব্র জল্পনা শুরু হয়েছে আমেরিকার রাজ্য-রাজনীতিতে। সম্প্রতি একাধিক উড়ো সোশ্যাল মিডিয়া পোস্টেই প্রথম বাইডেনের নতুন রাজনৈতিক পরামর্শদাতার সম্পর্কে জানা যায় বলেও খবর। একাধিক ভাইরাল পোস্টেই দাবি করা হয় ওই পদে আহমেদ খান নামে একজনকে নিয়োগ করা হয়েছে। যিনি নাকি আদপে হায়দরাবাদের বাসিন্দা।

আদৌও কতটা সত্যি এই নতুন খবর ?
একইসাথে ওই পোস্টের সাথে আহমেদ ও বাইডেনের পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি ছবিও শেয়ার করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে নতুন দায়িত্ব পাওয়ার পরেই বাইডেনর সঙ্গে দেখা করে এই ছবি তুলেছেন আহমেদ। যদিও ফ্যাক্সটি চেকিংয়ে দেখা যায় এই তথ্য পুরোপুরো ভুয়ো। এরকম কোনও সিদ্ধান্তই এখনও বাইডেন শিবিরের তরফে নেওয়া হয়নি।

ডেমোক্র্যাট শিবিরের রাজনৈতিক উপদেষ্টার কাজ সামলেছেন আহমেদ
পাশাপাশি আহমেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই জাতীয় কোনও তথ্য পাওয়া যায়নি। এমনকী ছবিটিও আদপে ২০১৫ সালের। সেই সময় ডেমোক্র্যাট শিবিরের একটি রাজনৈতিক কমিটির উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন আহমেদ। অন্যদিকে হায়দরাবাদ নয় আহমেদের জন্ম ও বেড়ে ওঠা শুরু থেকেই আমেরিকায়।

শুভেন্দুর জন্য নিরাপত্তার বন্দোবস্ত করলেন 'দাদার অনুগামীরা'ই! তবে কি তৃণমূল ছাড়ার প্রক্রিয়া শুরু

Fact Check
দাবি
Biden has appointed Indian origin man as his political advisor
সিদ্ধান্ত
Biden has not appointed Indian origin man as political advisory