For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে নুনের ঘাটতি দেখা দেবে, সম্পূর্ণ অসত্য তথ্য, জানাল অসম পুলিশ

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে দেশে চলছে লকডাউন। এই সঙ্কটের সময় একে–অপরের পাশে থাকার চেয়ে মানুষের ভেতরে অকারণে আতঙ্ক সৃষ্টি করছে একদল মানুষ, তাও আবার ভুয়ো খবর ছড়িয়ে দিয়ে। এর আগেও বহু গুজব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে। সম্প্রতি অসমে একটি গুজব শোনা গিয়েছে যে নুনের কমতি হতে পারে রাজ্যে।

রাজ্যে নুনের ঘাটতি দেখা দেবে, সম্পূর্ণ অসত্য তথ্য, জানাল অসম পুলিশ

এই মেসেজে বলা হয়েছে যে অসমে নুনের কমতি দেখা দিতে পারে এই মহামারির সময়। তাই সকলে নুন মজুত করে রাখুন। যদিও এই খবরটি একেবারেই ভুয়ো বলেই জানিয়েছে অসম পুলিশ।

কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এ ধরনের উপাদান তৈরি করে তা বাজারে ছাড়ছে, যাতে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে এই খবর ভুয়ো, অসত্য ও ভিত্তিহীন। অসম পুলিশ জানান যে রাজ্যে নুনের কোনও ঘাটতি নেই। নুন সহ সব প্রয়োজনীয় পণ্য অধিকতর রয়েছে রাজ্যে। পুলিশ নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছে যে অযথা আতঙ্কিত না হতে।

English summary
shortage of salt in assam, fake and baseless news, assam police said not to belive such news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X