For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্যান আপডেট করতে ভুয়ো এসএমএস! SBI-এ অ্যাকাউন্ট থাকলে সাবধান

প্যান আপডেট করতে ভুয়ো এসএমএস! SBI-এ অ্যাকাউন্ট থাকলে সাবধান

  • |
Google Oneindia Bengali News

বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাঙ্কের গ্রাহকদের কাছে সেই নির্দিষ্ট ব্যাঙ্কের নামে ভুয়ো এসএমএস পাঠানো হয়। সম্প্রতি এসবিআই-এর নাম করে ভুয়ো এসএমএস পাঠানোর বিষয়টি সামনে এসেছে। সেখানে বলা হচ্ছে, প্রিয় গ্রাহক, এসবিআই ইউনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে হিয়েছে। এখনই যোগাযোগ করে এসবিআই অ্যাকাউন্ট হোল্ডাররা প্যান আপডেট করুন।

পিআইবির ফ্যাক্ট চেক

এব্যাপারে পিআইবির তরফে ফ্যাক্ট চেক টুইট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এসবিআই-এর নাম করে ভুয়ো এসএমএস পাঠানো হচ্ছে। সেখানে গ্রাহকদের অ্যাকাউন্ট ব্লক হওয়া এড়াতে অ্যাকাউন্ট আপডেট করতে বলা হচ্ছে। গ্রাহকদের প্যান নম্বর আপডেট করতে বলা হচ্ছে।

পিআইবির সতর্কবার্তা

পিআইবির সতর্কবার্তা

পিআইবির তরফে গ্রাহকদের আরও সতর্ক করে বলা হয়েছে, ব্যাক্তিগত তথ্য কিংবা ব্যাঙ্কিং বিষয়ক তথ্য শেয়ার-ইমেল-এসএমএস করতে বলার ক্ষেত্রে উত্তর দেওয়া উচিত নয়। এছাড়াও এব্যাপারে অভিযোগ জানাতে [email protected]এ মেল করা যেতে পারে।

চাকরি সংক্রান্ত ভুয়ো এসএমএস নিয়ে সতর্ক করেছে পিআইবি

চাকরি সংক্রান্ত ভুয়ো এসএমএস নিয়ে সতর্ক করেছে পিআইবি

চাকরি সংক্রান্ত ভুয়ো এসএমএস নিয়েও সতর্ক করেছে পিআইবি। সেই এসএমএস-এ এনআইসি-র (ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার) নাম ব্যবহার করে কর্মখালি সংক্রান্ত খবর প্রচার করা হয়েছে। এই তথ্য সামনে আসার পরে সরকারি পর্যায়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, বেসরকারি এসএমএস পরিষেবা সংস্থা থেকে সেই বার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি সাইবার অপরাধ বলে বিবেচনা করে অভিযোগও দায়ের করা হ.। কেননা ওই ভুয়ো এসএমএস-এর মাধ্যমে আর্থিক লেনদেনের আশঙ্কা করে এই ধরনের এসএমএস সম্পর্কে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

নির্বাচনী বন্ডের অনুমতি

নির্বাচনী বন্ডের অনুমতি

এদিকে অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, সারা দেশে এসবিআই-এর ২৯ টি শাখার মাধ্যমে নির্বাচনী বন্ড ইস্যু কিংবা তাকে নগদে রূপান্তরিত করা যাবে। অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, নির্বাচনী বন্ড ইস্যুর তারিখ থেকে ১৫ ক্যালেন্ডার দিনের জন্য তা বৈধ হবে। এক্ষেত্রে বৈধতার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে নির্বাচনী বন্ড জমা দেওয়া হলে এব্যাপারে কোনো রাজনৈতিক দলকে অর্থ দেওয়া হবে না।

ব্রিজ ভাঙার জের, বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ মোরাবির বিধায়ক ব্রিজ ভাঙার জের, বিজেপির প্রার্থী তালিকা থেকে বাদ মোরাবির বিধায়ক

Fact Check

দাবি

SBI account holder's are beaware of fake sms's wants to update PAN fact check

সিদ্ধান্ত

SBI is not send SMSs wants to update pan aadhaar

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
SBI account holder's are beaware of fake sms's wants to update PAN.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X