For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিট পরীক্ষাতেও দেদার টোকাটুকি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! আসল সত্যতা জানুন

নিট পরীক্ষাতে দেদার টোকাটুকির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ? আসল সত্যি জানুন

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে ইন্টারনেট নির্ভর জীবনে ক্রমেই বাড়ছে ভুয়ো খবরের ঘনঘটা। ফেসবুক, হোয়াটঅ্যাপের মতো একাধিক সোশ্যাল মিডিয়াকে ঢাল করে ক্রমেই ছড়াচ্ছে ভুয়ো খবর। সম্প্রতি এরকমই একই একটি পোস্টে নিট পরীক্ষা চলাকালীন দেদার টোকাটুকির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। য়া নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে নেটিজেন মহলে।

নিট পরীক্ষাতেও দেদার টোকাটুকি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি! আসল সত্যতা জানুন

এদিকে করোনা আবহে এই পরীক্ষা ঘিরে শুরু থেকেই একাধিক বিতর্ক দানা বাঁধে। প্রথমে ৩রা মে পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২৬শে জুলাই করা হয়। পরবর্তীতে ফের তা পিছিয়ে ১৩ সেপ্টেম্বরই নিট পরীক্ষার আয়োজন করে কেন্দ্র। এদিকে করোনা সঙ্কটে পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রখে পরীক্ষা সাময়িক ভাবে বাতিলের দাবিতে সরব বতে দেখা যায় একাধিক রাজ্যকে। দীর্ঘ সময় মামলাও চলে সুপ্রিম কোর্টে।

বর্তমানে এই পরীক্ষাতেই টোকাটুকির অভিযোগে তুমুল হইচই সমাজের বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ একটি পরীক্ষা কেন্দ্রের দেওয়াল বেয়ে উঠে নিট পরীক্ষার্থীদের টুকলি সাপ্লাই করছে। এমনকী এই ছবি শেযার করে করোনা বিধির তোয়াক্কা না করার পাশাপাশি সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলেও অভিযোদ করেন অনেকে। কিন্তু সদ্য ভাইরাল হওয়া ছবিটির আসল সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় এটি আসলে ২০১৫ সালে বিহারে তোলা। সেখানে বৈশালী জেলার মনহরে জ্ঞান নিকেতন পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। সেই সময় দশম শ্রেণির পরীক্ষায় টুকলি করার অভিযোগে ৬০০ পড়ুয়াকে বহিষ্কারও করে কর্তৃপক্ষ।

লাদাখে ভেঙে পড়েছে এম ১৭ হেলিকপ্টার? পাকিস্তানের ছড়ানো ভুয়ো খবরের আসল রহস্য জানুন লাদাখে ভেঙে পড়েছে এম ১৭ হেলিকপ্টার? পাকিস্তানের ছড়ানো ভুয়ো খবরের আসল রহস্য জানুন

Fact Check

দাবি

Rampant cheating, no social distancing during NEET 2020 exam

সিদ্ধান্ত

This image is from the Class 10 Bihar exams held in 2015

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
rampant cheating during 2020 neet exams information is actually fake news viral pictures taken in 2015 in bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X