For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫শে সেপ্টেম্বর থেকে ফের লকডাউনের রাস্তায় হাঁটছে কেন্দ্র? সত্যতা সম্পর্কে পিআইবি কি বলছে জানুন

২৫শে সেপ্টেম্বর থেকে ফের লকডাউনের রাস্তায় হাঁটছে কেন্দ্র? সত্যতা সম্পর্কে পিআইবি কি বলছে জানুন

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই দেশে প্রত্যহ করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। পাশাপাশি মোট আক্রান্তের সংখ্যাও ৫৮ লক্ষ ছুঁইছুঁই। এমতাস্থায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রান্তে কানাঘুঁষো শোনা যাচ্ছে করোনা ঠেকাতে ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র।

মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকের পরেই জোরদার হচ্ছে লকডাউনের জল্পনা

মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকের পরেই জোরদার হচ্ছে লকডাউনের জল্পনা

এই খবর চাউর হতেই গত কয়েকদিন ধরেই সমাজের বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে মারণ ভাইরাসের হাত থেকে উদ্ধার পেতে গতকালই সাত সর্বাধিক করোনা কবলিত রাজ্য মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। করোনা হাত থেকে রেহাই পেতে ওই বৈঠকেই সমস্ত রাজ্যের প্রশাসনিক প্রধানদের করোনা বিধি জোরদার করার কথা বলতে শোনা যায় মোদীকে।

 ২৫ সেপ্টেম্বর থেকে ফের লকডাউন গোটা দেশে ?

২৫ সেপ্টেম্বর থেকে ফের লকডাউন গোটা দেশে ?

এমতাবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি মেসেজে দাবি করা হচ্ছে ফের ২৫ শে সেপ্টেম্বর বা ২৮শে সেপ্টেম্বর থেকে লকডাউন জারি হতে চলেছে গোটা দেশেই। আগের লকডাউনের মতোই এই ক্ষেত্রেও জরুরি পরিষেবা বাদে অন্যান্য সমস্ত পরিষেবাই প্রায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 ৪৫ দিন পর্যন্ত জারি থাকবে লকডাউন

৪৫ দিন পর্যন্ত জারি থাকবে লকডাউন

একইসাথে ওই মেসেজেই দাবি করা হচ্ছে আগামী ৪৫ দিন পর্যন্ত জারি থাকবে এই লকডাউন। পাশাপাশি আরও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরও (এনডিএমএ) ২৫ শে সেপ্টেম্বর থেকে লকডাউনের ডাক দিয়েছে। যা নিয়ে বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। তবে দুটি তথ্যই সম্পূর্ণ ভাবে ভুয়ো বলে জানাচ্ছে সরকার।

কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো ?

কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো ?

এদিকে লকডাউন প্রসঙ্গে ১০ই সেপ্টেম্বরও একটি সরকারি নির্দেশিকা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখা যায়। এদিকে ইতিমধ্যেই প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ফ্যাক্ট চেকিংও দুটি তথ্যকেই সরাসরি ভুয়ো খবর বলেই দাগিয়েছে। এই ধরণের কোনও তথ্যই এনডিএমএ-র তরফে জারি করা হয়নি বলে সাফ জানায় তারা।

চলতি বছরের নেট পরীক্ষাতেও থাকছে নেগেটিভ মার্কিং? জেনে নিন কি বলছে নিয়ামক সংস্থা চলতি বছরের নেট পরীক্ষাতেও থাকছে নেগেটিভ মার্কিং? জেনে নিন কি বলছে নিয়ামক সংস্থা

Fact Check

দাবি

Another lockdown will be imposed from September 25

সিদ্ধান্ত

No lockdown is being imposed from September 25

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X