চিনের মাইক্রোওয়েভ অস্ত্রেই লাদাখে ঘায়েল হয়েছিল ভারতীয় সেনা? রহস্য উদঘাটন করল পিআইবি
জুনে লালফৌজ ও ভারতীয় সেনা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ক্রমেই চড়েছে উত্তেজনার পারদ। এখনও সমাধান হয়নি লাদাখের সীমান্ত সমস্যা। এর আগে ভারত-চিনের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আটবারেরও বেশি সময় দ্বিপাক্ষিক বৈঠক হলেও আজও কোনও সমস্যার সমাধান হয়। এরই মধ্যে পিপলস লিবারেশন আর্মির মাইক্রোওয়েভ অস্ত্রের প্রয়োগের কথা শোনা যেতেই মাথা চাড়া দিচ্ছিল নতুন বিতর্ক।

পূর্ব লাদাখ সেক্টরের দখল নিতেই মাইক্রোওয়েব অস্ত্রর প্রয়োগ?
সূত্রের খবর, পূর্ব লাদাখ সেক্টরের দখল নিতেই ভারতীয় সেনার বিরুদ্ধে মাইক্রোওয়েব অস্ত্র ব্যবহার করেছে পিএলএ। প্যাংগং লেক এলাকার দু-পাশ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে দিয়ে দুটি শিখড়চূড়া দখল করতেই তারা এই নয়া চাল চালে। এদিকে পূর্ববর্তী চুক্তি অনুযায়ী সীমান্ত এলাকায় একে একে অপরের বিরুদ্ধে আগ্নেয়ান্ত্র প্রয়োগ না করতে পারর কারণেই এই নয়া কৌশল নেয় লালফৌজ।

চাঞ্চল্যকর দাবি চিনা অধ্যাপকের
সম্প্রতি এই দাবি করতে দেখা যায় বেজিং-এর রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অথ্যাপক জিন ক্যানরং। একটি বহুল প্রচারিত ব্রিটিশ দৈনিকে সাক্ষাত্কার দেওয়ার সময়েই মূলত তাকে এই কথা বলতে শোনা যায়। এমনকী এই অস্ত্র প্রয়োগের পরেই প্যাংগং লেকের প্বার্শ্ববর্তী শিখড়চূড়ায় থাকা ভারতীয় সেনা জওয়ানেরা বমি করতে শুরু করে। এবং একটা সময় পর তারা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন।

কী বলছে প্রেস ইনফর্মেশন ব্যুরো ?
গত ২৯ অগাস্টই চিনের তরফে প্রথম এই অস্ত্রের প্রয়োগ করা হয় বলেও দাবি করেছিলেন ওই চিনা অধ্যাপক। তবে বর্তমানে প্রেস ইনফর্মেশন ব্যুরো বা পিআইবি ফ্যাক্ট চেকের টিম জানাচ্ছে এই তথ্য সম্পূর্ণ ভাবে ভুয়ো। এই ধরণের কোনো ঘটনাই সাম্প্রতিক কালে লাদাখে দেখা যায়নি।

ভারতের উপর মানসিক চাপ সৃষ্টি করতেই নয়া কৌশল চিনের ?
এদিকে ভারতীয় সেনার তরফেও ইতিমধ্যে চিনের দাবিকে খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই জাতীয় স্পর্শকাতর বিষয় নিয়ে ভুয়ো খবর ছড়ানোর জেরে চিন সরকারেরও তীব্র নিন্দা করে ভারতীয় সেনা। ভারতের উপর মানসিক চাপ সৃষ্টি করতেই চিনের তরফে এই কাল্পনিক ঘটনা রচনা করা হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। তবে তাতে চিনের বিশেষ সুবিধা হবে না বলেই মত ভারতীয় কূটনৈতিক মহলের।

শিখণ্ডী গান্ধী পরিবার! ফের ভাঙনের চৌকাঠে কংগ্রেস, অধীরের পরামর্শে নয়া ঝড়ের আশঙ্কা

Fact Check
দাবি
PLA used microwave arms against Indian soldiers
সিদ্ধান্ত
Indian Army says this claim is fake