For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি!‌ জেনে নিন ভাইরাল ভিডিওর সত্যতা

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি!‌ জেনে নিন ভাইরাল ভিডিওর সত্যতা

Google Oneindia Bengali News

সাম্প্রতিক কোনও ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট সবসময়ই হয়ে থাকে। কিছুমাস যাবৎ করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর পোস্টের পর এবার বিহার নির্বাচনকে ঘিরে বেশ কিছু পোস্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তেমনি একটি পোস্ট । যেখানে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গাড়িকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে, সেইসময় তিনি আসন্ন নির্বাচনের প্রচারে বেড়িয়েছিলেন। পোস্টে বলা হয়, রাজ্যের মানুষ ক্ষুধার তাড়নায় মরছে আর উনি এসির হাওয়া খাচ্ছেন। এই পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি!‌ জেনে নিন ভাইরাল ভিডিওর সত্যতা


আড়াই মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে, এসইউভির কনভয় ও পুলিশের জিপ একটি গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলির ওপর ইটবৃষ্টি করা হয়। একটি পুলিশ জিপ বাড়ির সঙ্গে ধাক্কাও খায় এই ইট ছোঁড়ার জন্য। এর জবাব দেওয়ার জন্য পুলিশরাও গ্রামবাসীর দিকে পাথর ছুঁড়তে থাকে।

ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে এই ভিডিওটি যাচাই করা হয় এবং দেখা যায় যে এটা ২০১৮ সালের ভিডিও। দু’‌বছর আগে নীতীশ কুমারের কনভয়ে হামলা চালানো হয়েছিল বিহারের বক্সারের একটি গ্রামে। সেই সময় মুখ্যমন্ত্রী রাজ্য সফর করছিলেন। ২০১৮ সালে এই ঘটনা ঘটেছিল নন্দন গ্রামে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এতে আহত হলেও নীতীশ কুমারের গাযে আঁচড়ও লাগেনি। গ্রামবাসীরা চাইছিলেন নীতিশ কুমার তাঁদের সুযোগ-সুবিধার অভাব সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করুক। নভেম্বরে বিহার নির্বাচনকে সামনে রেখে এই ভিডিও পুনরায় পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এটা পুরনো ভিডিও, যা নীতীশের বিকাশ সমীক্ষা যাত্রার সময় ঘটেছিল।

সরকার শেষের সময়ে চলে এসেছে! প্রদীপ ধপ্ করে জ্বললেও নিভে যাবে, বিস্ফোরক ভারতী ঘোষ সরকার শেষের সময়ে চলে এসেছে! প্রদীপ ধপ্ করে জ্বললেও নিভে যাবে, বিস্ফোরক ভারতী ঘোষ

Fact Check

দাবি

Nitish Kumar’s convoys pelted with stones during Bihar Election campaign

সিদ্ধান্ত

This is an old video from 2018

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
pelted with stone chief minister nitish kumars convoy during election campaign find out the truth of viral video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X